বক্স অফিসে ‘খামোশিয়া’র আওয়াজ

মুক্তির আগেই আলোচনার ঝড় তোলা ভাট ক্যাম্পের বহুল আলোচিত ছবি ‘খামোশিয়া’ এখনো পর্যন্ত বেশ সফলভাবেই এগিয়ে চলছে বলিউড বক্স অফিসে। ৩০ জানুয়ারি মুক্তি পাওয়া অতিপ্রাকৃতিক থ্রিলারধর্মী ছবিটি চার কোটি ১৩ লাখ রুপি উপার্জন করেছে বলে জানা গেছে টাইমস অব ইন্ডিয়ার খবরে। একই সাথে মুক্তি পাওয়া অন্য দুটি ছবি ‘হাওয়াইজাদা’ আর ‘রহস্য’ থেকে উপার্জনের দৌড়ে ভালোই এগিয়ে গেছে ছবিটি।
‘হাওয়াইজাদা’ এখনো পর্যন্ত আয় করেছে মাত্র ৬০ লাখ রুপি, অন্যদিকে ‘রহস্য’র উপার্জন ২৫ লাখ রুপিরও কম। চলচ্চিত্র পরিবেশক রাজেশ থাদানি সংবাদ সংস্থা আইএএনএসকে এ তথ্য দিয়েছেন।
কেবল বড়পর্দা থেকেই নয়, স্যাটেলাইট সম্প্রচার স্বত্ব আর সঙ্গীতের স্বত্ব থেকে আরো সাড়ে সাত কোটি রুপি আয় করেছে ‘খামোশিয়া’। প্রযোজক সংস্থা ফক্স স্টার স্টুডিও এবং বিশেষ ফিল্ম নির্মিত এই ছবির মোট বাজেট ছিল ১১ কোটি রুপি।
এক হতাশ, ব্যর্থ লেখকের গল্প দিয়ে শুরু হয়েছে থ্রিলারধর্মী এই ছবিটি। একটি প্রায় পরিত্যক্ত জীর্ণ হোটেলে রহস্যময়ী এক নারীর সাথে তার পরিচয় আর অতিপ্রাকৃতিক সব ঘটনাকে অবলম্বন করে এগোয় এই ছবির কাহিনী।
এতে অভিষেক ঘটেছে ছোটপর্দার বড় তারকা গুরমিত চৌধারীর। মুখ্য চরিত্রে আরো অভিনয় করেছেন আলী ফজল ও স্বপ্না পাব্বি। ছবিটি পরিচালনা করেছেন করন দারা।
সাম্প্রতিক সময়ে বলিউডে ভৌতিক ঘরানার ছবি বেশ ভালোই সাড়া জাগাচ্ছে। কদিন আগে বিপাশা বসু অভিনীত ভৌতিক থ্রিলার ‘অ্যালোন’ও সফলতা পেয়েছে বক্স অফিসে। সেই ধারাবাহিকতা ধরে রাখছে ‘খামোশিয়া’ও।