‘মরণ নেশা’ ছবিতে ভিন্ন চরিত্রে শাহরিয়াজ
এরই মধ্যে অ্যাকশন হিরো হিসেবে চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন নায়ক শাহরিয়াজ। গত শুক্রবার মুক্তি পায় শাহরিয়াজ অভিনীত চলচ্চিত্র ‘গুন্ডামি’।
এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন তিনি। গতকাল ‘মরণ নেশা’ ছবির শুটিং করে তিনি ঢাকায় ফিরেছেন।
নতুন এই ছবি সম্পর্কে এনটিভি অনলাইনকে নায়ক শাহরিয়াজ বলেন, ‘ছবিটিতে দেখা যাবে আমি আসলে গুন্ডামি করি। স্থানীয় এক এমপির পক্ষে কাজ করি। এই এমপি অনেক ক্ষমতাধর একজন মানুষ, যিনি অনেক খারাপ কাজের সঙ্গে জড়িত। স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে ওনার সম্পর্ক অনেক খারাপ। আর এমপির মেয়ে প্রেমে পড়ে ওই চেয়ারম্যানের, যা নিয়ে আরো সমস্যা তৈরি হয়’।
এরই মধ্যে অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে শাহরিয়াজের। দর্শকরা কাছে অ্যাকশন হিরো হিসেবেও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে তার। তবে এমন সময় কেন তিনি খলচরিত্রে অভিনয় করছেন?- জানতে চাইলে শাহরিয়াজ বলেন, ‘ছবির মূল গল্পটা একজন স্থানীয় এমপি ও চেয়ারম্যানকে নিয়ে। এই দুই চরিত্রের একটিতে অভিনয় করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নায়ক রুবেল। তিনি অভিনয় করেছেন চেয়ারম্যানের চরিত্রে। আর এমপির চরিত্রে অভিনয় করছেন নায়ক আলেকজান্ডার বো। আমি আসলে কাজটি করেছি রুবেল ভাইয়ের অনুরোধে। তা ছাড়া ছবিতে আমি খলনায়ক নাকি নায়ক সেটি জানতে দর্শকদের হলে আসতে হবে। কারণ ভেতরে অন্য আরেকটি বিষয় আছে যা দর্শকদের ভালো লাগবে। আমি শুরু থেকেই বলে আসছি যে, ভালো চরিত্র নিয়ে কাজ করতে চাই। ছোট বা বড় চরিত্র হতে হবে এমন কোনো কথা নেই। চরিত্রের গুরুত্ব থাকতে হবে। এই ছবিতে আমার চরিত্রের গুরুত্ব আছে যে কারণে ছবিটিতে কাজ করতে আগ্রহী হয়েছি’।
মিজানুর রহমান শামিম পরিচালিত ‘মরণ নেশা’ ছবিটির শুটিং শুরু হয় গত বছরের ২৫ নভেম্বর থেকে। এরই মধ্যে ছবির সিংহভাগ কাজ শেষ হয়েছে। গত ১৫ মার্চ থেকে টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে ছবির শুটিং চলছে, যা শেষ হবে আগামী ২৫ তারিখে।