শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। উৎসব উপলক্ষে এ বছর ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি সম্মাননা’ পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব ইনামুল হক ও সারা যাকের। আয়োজক সংগঠন পদাতিক নাট্য সংসদ জানায়, পাঁচদিনব্যাপী এ নাট্য উৎসবের দ্বিতীয় দিনে সম্মাননাপ্রাপ্ত দুই নাট্যব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আগামী ৮ এপ্রিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর সম্মাননাপ্রাপ্ত দুই নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক ও সারা যাকেরের হাতে পুরস্কার তুলে দেবেন।
‘নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’ স্লোগানে উৎসবে অংশগ্রহণ করবে দেশ ও দেশের বাইরের ১০টি নাট্যদল। যেখানে পদাতিক নাট্য সংসদ, নাগরিক নাট্য সম্প্রদায়, মহাকাল নাট্য সম্প্রদায়, নাট্যকেন্দ্র, নাগরিক নাট্যাঙ্গন, প্রাঙ্গণেমোর, আরশীনগর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ছাড়াও ভারতের অনীক এবং কল্যাণী নাট্য চর্চাকেন্দ্র নাটক নিয়ে অংশ নেবে।
৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার মূল হলের সম্মুখপ্রান্তে উন্মুক্ত মঞ্চে বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক পর্ব। এর পরপরই দুটি মিলনায়তনে প্রদর্শিত হবে নাটক।