শেষের পথে ‘ছিটমহল’ ছবির দৃশ্যধারণের কাজ
আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে ‘ছিটমহল’ ছবির কাজ। ছবিটি পরিচালনা করছেন এইচ আই হাবিব। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান, জান্নাতুল ফেরদৌস পিয়া ও মৌসুমি হামিদ।
আগামীকাল বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুরে শুরু হচ্ছে ছবিটির শেষ লটের কাজ। আগামী ১৩ তারিখ ছবিটির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।
ছবির অভিনেতা শিমুল খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা আগামীকাল শিবরামপুরে শুটিং করতে যাচ্ছি। সেখানে আমাদের বেশ কিছু দৃশ্যের শুটিং হবে। তিনদিনে বাকি দৃশ্যধারণের কাজগুলো হয়ে যাবে বলে আশা করছি। তাহলে পুরো ছবির দৃশ্যধারণের কাজ শেষ হবে।’
নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘ছবিতে আমি ছিটমহলের সাধারণ একজন বাসিন্দার চরিত্রে অভিনয় করেছি। বাজারে ছোট একটা দোকান আছে। গরিব একজন মানুষ কিন্তু অনেক প্রতিবাদী।’
ছবিটিতে আরো অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, উজ্জ্বল কবির হিমু, ডন ও মীরাক্কেলখ্যাত সজল।