ব্রিটিশ কাউন্সিলে ‘শেকসপিয়র সপ্তক’
বিশ্বনন্দিত নাট্যকার উইলিয়াম শেকসপিয়রের সাতটি উল্লেখযোগ্য নাটক 'ম্যাকবেথ’, ‘হ্যামলেট’, ‘ওথেলো’, ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, ‘এ মিড সামার নাইটস ড্রিম’, 'টেমিং অব দ্য শ্রু' ও 'অ্যাজ ইউ লাইক ইট' নিয়ে তৈরি হয়েছে একটি প্রযোজনা ‘শেকসপিয়র সপ্তক’। এই সাত নাটকের স্বগতোক্তি, একালাপ ও দ্বৈতালাপ নিয়ে বিন্যস্ত হয়েছে ‘শেকসপিয়র সপ্তকে’। উইলিয়াম শেকসপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে প্রদর্শিত হবে ‘শেকসপিয়র সপ্তক’।
আগামী ২৩ ও ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার ব্রিটিশ কাউন্সিলে এটি মঞ্চস্থ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী। নির্দেশক সুদীপ চক্রবর্তী নাটকটি সম্পর্কে বলেন, ‘এ সাতটি নাটকের একালাপ, দ্বৈতালাপ এবং স্বগতোক্তি নিয়েই প্রযোজনার কাজটি সৃজিত হয়েছে। বিশ্বখ্যাত এ সাত নাটক নির্বাচনের পেছনে আরেকটা কারণ হলো শিক্ষার্থীদের পছন্দ বা মতামতকে স্বাধীনতা দেওয়া। তাদের পাঠের অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা এ সাত নাটকের প্রতিই নিজেদের আকর্ষণের কথা জানিয়েছিল। তা ছাড়া সাতটি নাটকই উইলিয়াম শেকসপিয়রের বিশ্ববিখ্যাত নাটক।’