কাজ পরে জীবন আগে : বিপাশা
‘গত ছয় বছরে ৬০টিরও বেশি ছবিতে কাজ করেছি। আমি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ’-জানালেন বিপাশা বসু। এনডিটিভির এক খবরে বলা হয়, নিজস্ব জীবনযাপন আর কাজের মধ্যে জীবনকেই প্রথম স্থানে রাখেন বলিউডের এই বাঙালি নায়িকা।
ক্যারিয়ারের শুরু থেকেই নিজের বিষয়ে এবং জীবনযাপনে স্বাধীনচেতা ছিলেন বিপাশা, আছেন এখনো। নিজ থেকে বলেছেন, হিটের জন্য বলিউডের খানদের বিপরীতে অগুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চান না তিনি। তাই ভালো অবস্থানে থেকেও খানদের বিপরীতে আসেননি বড়পর্দায়। তাঁর সমসাময়িক অভিনেত্রীদের অনেকেই এখন বড়পর্দায় ব্যস্ত নন, চলে গেছেন ব্যক্তিজীবনের আড়ালে। সেখানে ব্যতিক্রম বিপাশা। ক্যারিয়ারের চড়াই-উতরাই, সুদীর্ঘ প্রেমের পর জন আব্রাহামের সাথে বিচ্ছেদ, থ্রিলার আর ভৌতিক ছবিতে ক্রমাগত অভিনয়-সবকিছু ছাপিয়ে বলিউডে নিজের মতো করেই চলছেন এখনো। তবে ব্যস্ত ক্যারিয়ারের বদলে নিজের জীবন নিয়েই বেশি ভাবেন বিপাশা।
‘আমি জানি আমি এমন একটি পেশায় আছি যার চাহিদা অনেক। কিন্তু আমার কাছে জীবন আগে, কাজ পরে। শুরু থেকেই আমি সিনেমায় কাজ করার সময় অন্য কিছু করা নিয়ে ভাবিনি। আমি বুঝতে পেরেছি আমি অভিনয় ভালোবাসি। আমি জীবনের সামনের জন্য ভাবি, পেছন দিকে তাকাই না। আমি খুবই আনপ্রেডিক্টেবল।’
বিপাশার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যালোন’। ভৌতিক থ্রিলারধর্মী এই ছবিটি মুক্তি পেয়েছে এ বছরের জানুয়ারি মাসের ১৬ তারিখে। ভূষণ প্যাটেল পরিচালিত এই ছবিতে বিপাশার বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা করণ সিং গ্রোভার।