মঞ্চে আসছে ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’

Looks like you've blocked notifications!

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে বটতলার নাটক ‘দ্য ট্রায়াল অব মাল্লাম ইলিয়া’। দীর্ঘদিন পর ঢাকার মঞ্চে এটি হবে নাটকটির ১৬তম মঞ্চায়ন। নাটকটি আফ্রিকার মুহাম্মদ বেন আবদাল্লার লেখা নিরীক্ষাধর্মী একটি নাটক।

নাটকটি অনুবাদ করেছেন সৌম্য সরকার, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। একটি পরিকল্পিত বিপ্লবের মধ্য দিয়ে নাটকের গল্পের শুরু। মালওয়াল নামের একজন যুবকের নেতৃত্বে মাল্লাম ইলিয়ার বাড়িতে হানা দেয় নব বিপ্লবীরা। কথা ছিল, রক্তপাত ছাড়াই এ বিপ্লব ঘটানো হবে। কিন্তু তখন মাল্লামের স্ত্রী নিহত হয়। বিপ্লবীরা মাল্লামকে নিয়ে গোপন স্থানে চলে যায়। মাল্লামকে বিচারের মুখোমুখি দাঁড় করায় মালওয়াল। এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী।