মে দিবসে বাতিঘরের নাটক ‘ঊর্ণাজাল’
আগামী ১ মে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে এবং সংস্কৃতিকর্মী তনু ও তনয় হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সংহতি বেশ কিছু নাটক মঞ্চায়নের আয়োজন করেছে।
পহেলা মে রাজধানী ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিকেল ৪টা থেকে শুরু হবে এ আয়োজন।
আয়োজনের শুরুতে দেশের স্বনামধন্য কয়েকটি নাট্যদলের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।
সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বাকার বকুলের নির্দেশনায় নাটক 'ঊর্ণাজাল'-এর নবম প্রদর্শনীর আয়োজন করেছে ‘বাতিঘর’ থিয়েটার। দর্শনীর বিনিময়ে দর্শক এই নাটক দেখার সুযোগ পাবেন।
নির্দেশক বাকার বকুলের সঙ্গে কথা বলে জানা যায়, গল্পটি তাঁরই জীবনের একটি বিশেষ ঘটনা অবলম্বনে নির্মিত। নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার কারণেই ব্যক্তির অধপতন এ নাটকে ঘুরেফিরে এসেছে।
কথা প্রসঙ্গে নির্দেশক বললেন, ‘কৈশোরে লালনগীতি শুনতাম এক বন্ধুর কাছে। আখড়াই ঢঙে বাদ্যযন্ত্রহীন কণ্ঠে অসাধারণ গাইত সে। লালন দর্শনতত্ত্ব নিয়ে আড্ডাবাজি হতো। বন্ধুটি শিক্ষক হয়ে উঠেছিল আমাদের। তার পর বন্ধুটির হঠাৎ পরিবর্তন। সংগীতকে সে পাপ হিসেবে দেখতে শুরু করে। এই নাটকে সয়ফুল চরিত্রটি কৈশোরের বন্ধুটিকে আশ্রয় করেই নির্মিত। মানুষের সুশিক্ষায় স্থির থাকতে না পারা, অশিক্ষাকে শিক্ষা বলে গ্রহণ করা এবং নিজস্ব সংস্কৃতিকে চিনতে না পারার দৃষ্টিহীনতা এই নাটকে ঘুরেফিরে এসেছে।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্ত নীল, সজীব তানভীর, সাদ্দাম রাহমান, সাবরিনা শারমিন, মনিরুজ্জামান লিপন, সাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় গোস্বামী, সঞ্জয় হালদার, ফিরোজ মুনীর, শিশির সরকার, সাদিয়া ইউসুফ, নিকুল কুমার মণ্ডল, শাহানা জয়, লাবণী লুবনা, তানজিম আহমেদ শাফি, রুম্মান শারু, তারানা তাব্বাসুম চেরী প্রমুখ।
নাট্যদল ‘বাতিঘর’-এর নামটি রেখেছিলেন প্রয়াত নাট্যব্যক্তিত্ব খালেদ খান। একে একে ছয় বছর অতিক্রম করতে চলেছে ‘বাতিঘর’। তাঁর অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে ‘বাতিঘর’ গত কয়েক বছরে দৃঢ়তার সঙ্গে নাট্যচর্চা করে আসছে।