কান চলচ্চিত্র উৎসব
‘স্বর্ণপত্র’ পেলেন কেন লোচ
পর্দা নামল বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গত ২২ মে আনুষ্ঠানিকভাবে শেষ হয় ৬৯তম আসরটি। এদিন ঘোষিত হয় বিজয়ীদের নাম। বিবিসি, গার্ডিয়ানসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয় গুরুত্বের সঙ্গে।
৬৯তম আসরে দ্বিতীয়বারের মত স্বর্ণপত্র বা ‘পাম দ’অর’ পেয়েছেন প্রখ্যাত ব্রিটিশ নির্মাতা কেন লোচ। ‘আই, ড্যানিয়েল ব্লেইক ’ ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসবের এই সর্বোচ্চ পুরস্কারটি পান। হলিউডের খ্যাতিমান অভিনেতা মেল গিবসনের হাত থেকে পুরস্কার গ্রহণের পর কেন লোচ বলেন, ‘আমাদের অবশ্যই আশার বার্তা দিতে হবে, আমাদের বলতেই হবে অন্যরকম বিশ্ব প্রতিষ্ঠা করা সম্ভব।’ ৭৯ বছর বয়সী রাজনীতি সচেতন কেন লোচ তাঁর নতুন এই ছবিতে সমালোচনা করেছেন ব্রিটিশ সরকারের কৃচ্ছ্রতা সাধন নীতিকে। লোচ আরো বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করছি- যা এখন বিপজ্জনক হয়ে উঠছে। নয়া উদারবাদ নামে যে ধারণার দ্বারা পরিচালিত কৃচ্ছ্রতাসাধনের ভয়ানক প্রকল্পের হাতে আমরা বন্দি, সেটাই আমাদের ধ্বংসের কাছাকাছি নিয়ে এসেছে।’
লোচের নতুন ছবিটিতে বলা হয় ড্যানিয়েল ব্লেইক নামের এক বয়স্ক মানুষের গল্প। যুক্তরাজ্যের নিউক্যাসেলে বসবাস করা ড্যানিয়েল হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন। চাকরি করার সামর্থ সাময়িকভাবে হারান তিনি। কিছুদিন পর কর্তৃপক্ষ ঘোষণা দেয় কাজ করার জন্য পুরোপুরি তৈরি ব্লেইক, এই ঘোষণা দিয়ে বন্ধ করে দেয়া হয় ব্লেইকের সরকারি সহায়তা। চাকরি না পাওয়া ব্লেইকের তখন থেকে শুরু হয় ক্ষুধার সঙ্গে যুদ্ধ। একজন ব্যক্তি বনাম আমলাতন্ত্র তথা সরকারের অর্থনৈতিক পরিকল্পনার এমনই এক দ্বান্দিক গল্প নতুন ছবিটিতে বলেছেন কেন লোচ। এর আগে ২০০৬ সালে ‘দ্য উইন্ড দ্যাট শেকস দ্য বার্লি’ ছবির জন্য প্রথমবারের মতো লোচ ‘পাম দ’অর’ পেয়েছিলেন।
কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি পেয়েছেন জেভিয়েখ দোল্যাঁ ‘ইটস অনলি দ্য অ্যান্ড অব দি ওয়ার্ল্ড’ ছবির জন্য। কানাডার তরুণ পরিচালক জেভিয়েখ এর আগে, ২০১৪ সালে, কান উৎসবে পেয়েছিলেন জুরি প্রাইজ, ‘মম্মি’ ছবির জন্য সেই স্বীকৃতি পান তিনি।
ইরানের পরিচালক আসগর ফরহাদির ছবি ‘দ্য সেলসম্যান’ জিতে নিয়েছে দুটি পুরস্কার- সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন পরিচালক আসগর ফরহাদি আর সেরা অভিনেতার পুরস্কারটি পান শাহাব হোসাইনি। ‘মা রোসা’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন জ্যাকলিন জোস।
এ ছাড়া সেরা পরিচালক হয়েছেন ক্রিস্তিয়ান মুঙ্গিউ (গ্র্যাজুয়েশন) ও অলিভিয়ার আসায়াস (পারসোনাল শপার)। সম্মানসূচক পাম দ’অর পেয়েছেন জঁ পিয়ের লদ, আর জুরি প্রাইজ পেয়েছেন আন্দ্রিয়া আরনল্ড (আমেরিকান হানি)। সেরা স্বল্পদৈর্ঘ ছবির সম্মান পেয়েছে ‘টাইম কোড’। ক্যামেরা দ’অর পুরস্কারটি জেতে ডিভাইনস (পরিচালক হাউদা বেনিয়ামিন)।
কান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে বিচারক ছিলেন জর্জ মিলার, ডোনাল্ড সাদারল্যান্ড, ক্রিস্টেন ডান্সট, লাজলো নেমেস প্রমুখ।