রণবীর-আনুশকার ‘বোম্বে ভেলভেট’
দর্শক প্রথমে দেখেছিলেন, জনি বলরাজের মারদাঙ্গা চেহারা। এবারে মঞ্চ মাতিয়ে রোজির আবির্ভাব। জনির অ্যাকশন আর রোজির লাস্যে জমে উঠতে যাচ্ছে ‘বোম্বে ভেলভেট’ আখ্যান। কিন্তু প্রশ্ন হলো, কে এই জনি বলরাজ ও রোজি? আর কে—রণবীর কাপুর ও আনুশকা শর্মা!
গুণী পরিচালক অনুরাগ কশ্যপের এই দীর্ঘ প্রত্যাশিত ছবিতে কেন্দ্রীয় চরিত্র জনি বলরাজ ও রোজির ভূমিকায় রয়েছেন বলিউডের দুই সেনসেশন রণবীর কাপুর ও আনুশকা শর্মা। প্রথমে টিজার পোস্টারে রণবীর কাপুরের ক্যারেক্টার লুকের পর এবারে আনুশকা শর্মার ক্যারেক্টার লুকও প্রকাশিত হয়েছে বলে দেখা গেল টাইমস অব ইন্ডিয়ার খবরে।
অনুরাগ কশ্যপের বহুদিনের স্বপ্নের এই ছবির প্রথম ঝলক দেখা গেছে রণবীরের খ্যাপা চেহারাওয়ালা পোস্টারে। সত্তরের দশকে বলিউডের রাগী তরুণদের আবহ স্পষ্ট তাতে। পোস্টারে লেখা ছিল, ‘হ্যালো! আমি জনি বলরাজ। আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম।’ এ ছবিতে রণবীরকে দেখা যাবে এক রগচটা মুষ্টিযোদ্ধা এবং স্ট্রিট ফাইটার হিসেবে। এই পোস্টারের আগমনকে স্বাগত জানিয়ে টুইট করেছেন আনুশকা, ‘ওয়েলকাম জনি বলরাজ! আমাদের বোম্বে ভেলভেটের প্রথম পোস্টার...!’ আনুশকা নিজে এই ছবিতে রয়েছেন রণবীরের বিপরীতে, ‘বোম্বে ভেলভেট ক্লাব’-এর পেশাদারি লাস্যময়ী গায়িকা রোজির চরিত্রে। ছবির প্রথম পোস্টারে দেখা গিয়েছিল রণবীরের বেপরোয়া চেহারা, এবারে এলো আনুশকার মোহনীয় প্রথম দর্শন।
অনুরাগ কশ্যপের পরিচালনায় ‘বোম্বে ভেলভেট’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ফ্যান্টম ফিল্মস ও ফক্স স্টার ইন্ডিয়া। ১৯৫০ আর ১৯৬০ সালে মুম্বাইয়ের চেহারা আর জীবনধারা নিয়েই ‘বোম্বে ভেলভেট’। এ বছরের ১৫ মে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কয়েক দিন আগেই নির্মাতারা এই ছবির একটি টিজার পোস্টার গণমাধ্যমে প্রকাশ করলে দারুণ সাড়া জাগে। তারই ধারাবাহিকতায় আনুশকার বর্তমান ছবি প্রকাশ।