৯ এপ্রিল শুরু হচ্ছে গানমেলা
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘গানমেলা’। আগামী ৯ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। ১০ দিনব্যাপী মেলা চলবে প্রতিদিন বেলা ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
বাংলাদেশের সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী এবং তাঁদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অঙ্গনের সৃষ্টিশীল মানুষদের এই মিলনমেলার আয়োজক মিউজিক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)।
এমআইবি-গানমেলা উপলক্ষে গত রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন এমআইবি-গানমেলার সমন্বয়কারী ও প্রখ্যাত সংগীতশিল্পী সাজেদ ফাতেমী।
লিখিত বক্তব্যে সাজেদ ফাতেমী বলেন, দেশের অডিও ইন্ডাস্ট্রিতে এখন চরম মন্দাবস্থা বিরাজ করছে। এই অবস্থা কাটিয়ে উঠতে এ দেশের শিল্পী, গীতিকার, সুরকার, গায়ক ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি প্লাটফর্ম প্রয়োজন। এই লক্ষ্যেই এমআইবি-গানমেলার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এমআইবির মহাসচিব শেখ সাহেদ আলী পাপ্পু। তিনি ১০ দিনব্যাপী অনুষ্ঠেয় মেলায় সবার সহযোগিতা কামনা করেন।পরে বক্তব্য দেন এমআইবির সভাপতি ও প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন গায়ক জানে আলম এবং গীতিকার ও সাংবাদিক জুলফিকার রাসেল।
১৯৮০ সালে বাংলাদেশে প্রথমবারের মতো অডিও ক্যাসেট সমিতি নামে যাত্রা শুরু হওয়া এমআইবি নতুনরূপে হাল ধরে ২০০৯ সালে। তখন থেকে সংগঠনটি বাংলাদেশের সঙ্গীতের পৃষ্ঠপোষকতা ও প্রসারের কাজে নিয়োজিত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদিত এফবিসিসিআইভুক্ত প্রথম শ্রেণির এই সংগঠন অডিও পাইরেসি প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।