প্রিয়াংকার ‘পিঙ্ক’ মোটরবাইক!
ভারতের পর্যটননগরী গোয়ায় রাজপথ কাঁপিয়ে বেড়াচ্ছে এক হার্লে ডেভিডসন স্পোর্টস মোটরবাইক। আরোহী কোনো মাথায় ব্যান্ডানা প্যাঁচানো পেশিবহুল যুবা নয়, একহারা গড়নের লাস্যময়ী এক নারী। ব্রেক কষে নামার পর হেলমেট খুলতে না খুলতেই তাজ্জব সবাই। এ কি, এ যে ‘ডন’ ছবির জংলি বিড়াল; খোদ প্রিয়াংকা চোপড়া!
কি? সিনেমার কোনো দৃশ্যের বর্ণনা বলে মনে হচ্ছে? একদম নয়, এতে সিনেমার কোনো ছিটেফোঁটাও নেই। কয়েকদিন বাদেই হয়তো এমন দৃশ্য দেখতে পাবেন পথচারীরা। কারণ, নিজের কেনা নতুন হার্লে ডেভিডসন মোটরবাইকটি মন মতো চালাবার জন্য গোয়ায় নিয়ে গেছেন প্রিয়াংকা। ফিল্মফেয়ারডটকমেই পাওয়া গেল মোটরবাইক নিয়ে প্রিয়াঙ্কার এমন পাগলামির (!) খবর। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তাঘাটে আর যাই হোক, প্রিয়াঙ্কা নিশ্চয় নিশ্চিন্তে স্পোর্টস বাইক চালাতে পারবেন না!
বলিউড তারকাদের মোটরবাইক প্রীতির গল্প নতুন কিছু নয়। তবে তা এতদিন অভিনেতাদের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকত। কিন্তু সেখানে আটকে থাকলে প্রিয়াংকার চলবে কেন? তাই জনগণের কাতারে নেমে আসছেন মোটরবাইক নিয়ে। আর এ কাজে তিনি মোটেও পাত্তা দিচ্ছেন না নিজের তারকা ভাবমূর্তিকে। শখ করে কিনেছেন গোলাপি রঙা হার্লে ডেভিডসন মোটরবাইক, সেটা যদি নাই চড়তে পারলেন তাহলে আর মজা কিসে! গোয়ায় নিয়ে যাওয়ার পর অবশ্য এর রঙ বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন চেহারা হবে গনগনে তামাটে, হার্লে ডেভিডসনের কড়া ইমেজের সাথে যা বেশ খাপ খেয়ে যাবে!
প্রিয়াংকা চোপড়ার মোটরসাইকেলের প্রতি ভালোবাসা বেশ পুরনো। ডন ছবির শুটিংয়ের সময় থেকেই মোটরসাইকেলের বিষয়ে দারুণ রকম আগ্রহী হয়ে ওঠেন প্রিয়াংকা।