‘নিষিদ্ধ প্রেমের গল্প’ শেষ, প্রশ্নবিদ্ধ শিমলা

Looks like you've blocked notifications!

২০১৪ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবির কাজ। তার পরে বিভিন্ন সময়েই বারবার আটকে গেছে ‘আলোচিত’ এই ছবির কাজ। পরিচালকের অভিযোগ, ছবির কাজে সব সময়েই অসহযোগিতা করেছেন নায়িকা শিমলা। অবশেষে গতকাল শুটিং ঠিকমতো না করতে পারলেও চূড়ান্তভাবে ছবির শুটিংয়ের কাজের সমাপ্তি ঘোষণা করেছেন পরিচালক। বাদ পড়েছে ছবির একটি গান। শিমলার সঙ্গে এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুন।

রুবেল আনুশ এনটিভি অনলাইনকে বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমি ছবিটা নির্মাণ করছিলাম। কিন্তু নায়িকা শিমলার অসহযোগিতায় ছবির একটি গান বাদ দিয়ে ছবিটি মুক্তি দিতে হচ্ছে। গতকাল ছিল আমার ছবির শেষ শুটিং। আমরা পুরো ইউনিট সকাল ৮টা থেকে রেডি হয়ে সেটে অপেক্ষায় ছিলাম। একই সময়ে আমি নায়িকাকে আনার জন্য একটি প্রাইভেটকার ভাড়া করে উনার বাড়িতে পাঠাই। কিন্তু তিনি বাসা থেকে গাড়িতে ওঠেন দুপুর ১২টায়। সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি চলে যান স্কয়ার হাসপাতালে। সেখান থেকে তিনি তাঁর কাজ শেষ করে বিকেল ৫টায় আমার সেটে আসেন। তখন বৃষ্টির কারণে সূর্যের আলো কম ছিল। এ ছাড়া যে সময় আছে, তাতে শুটিং শেষ করতে পারব না বলে শুটিং প্যাকআপ করি। উনি বাসায় চলে যান।’

শুটিং শেষ না করে কীভাবে ছবিটি মুক্তি পাবে—জানতে চাইলে রুবেল আনুশ বলেন, ‘আমার ছবির সিক্যুয়েন্সের কাজ আগেই শেষ করেছিলাম। বাকি ছিল গানের শুটিং। আমার ছবিতে চারটি গান ছিল, এর মধ্যে তিনটি গানের শুটিং শেষ করেছি। একটি গানের কিছু শট বাকি ছিল, যা গতকাল আমরা করছিলাম। নায়িকা শিমলার একদিনের এই ঝামেলায় আমার ছবির একটি গান বাদ দিতে হয়েছে। এটা দুঃখজনক।’

পরিচালক আরো বলেন, ‘২০১৪ সালের শেষ দিকে ছবির কাজ শুরু করি। কিন্তু নায়িকা শিমলা বারবার ডেট দিয়েও আমাদের ছবির কাজ ঠিকমতো করেননি। মাঝে শুনেছি, তিনি নাকি কানাডায় সেটেল হচ্ছেন। উনার সঙ্গে আমরা যোগাযোগও করতে পারছিলাম না। তাঁর বোনের সঙ্গে আমাদের কথা বলতে হয়েছে, কিন্তু তিনি একদিন ফোন দিলে তিন দিন পরে ফোন ধরেন। শিমলার কোনো নম্বর দিতে চান না। প্রযোজক আমার ওপর রাগ করে চলে গেছেন। নতুন প্রযোজক নিয়ে আমি ছবিটি শেষ করার চেষ্টা করেছিলাম। কিন্তু এই প্রযোজকও এখন নাখোশ।’

কেন এমন করছেন শিমলা? এ প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, ‘আমি বুঝতে পারছি না। কারণ, তিনি এরই মধ্যে টাকা নিয়ে গেছেন। কিছু টাকা ডাবিংয়ের জন্য দেওয়ার কথা ছিল, সে টাকাও তিনি নিয়ে গেছেন। উনাকে সব মিলিয়ে আমাদের আড়াই লাখ টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি এরই মধ্যে তিন লাখের চেয়ে কিছু বেশি নিয়েছেন। আমার আশপাশের মানুষ বলছে, শিমলার হাতে কোনো কাজ নেই, তাই এই কাজ ঝুলিয়ে রেখে আলোচনায় থাকতে চাইছেন।’

একটি গান বাদ দিলে ছবির শুটিং শেষ হয়েছে, কিন্তু ডাবিং কীভাবে শেষ করবেন—জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমরা উনাকে নিয়ে ডাবিং করব না। বিষয়টি নিয়ে শিল্পী সমিতিতে অভিযোগ করব। যেখানে একজন প্রযোজক আসতে চায় না, এমন অবস্থায় একজন নায়িকার কারণে একটি ছবি বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ শিল্পী সমিতিতে এ বিষয়ে আমরা অভিযোগ করব এবং সমিতির নিয়ম অনুযায়ী আইনের শরণাপন্ন হব। এত কঠিন একটা সিদ্ধান্ত আমাদের নিতেই হচ্ছে।’

‘নিষিদ্ধ প্রেমের গল্প’ চলচ্চিত্রে দেখা যাবে ৩০ বছর বয়সের শিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। ছবির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। আশা তিশা প্রযোজিত এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।