কাল মুক্তি পাচ্ছে ‘জিরো ডিগ্রী’
কাল সারা দেশে দুটি সিনেপ্লেক্সসহ ২৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রী’ ছবিটি। ‘জিরো ডিগ্রি’ নিয়ে পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘ছবিটি ঘিরে আমার প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, দর্শক ছবিটি ভালোভাবে গ্রহণ করবেন।’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান, রুহী ও মীর রাব্বী।
মাহফুজ ও জয়া প্রসঙ্গে পরিচালক অনিমেষ আইচ বলেন, মাহফুজ আহমেদ অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করছেন। পুরো টিমকে দারুণভাবে সহয়তা করেছেন তিনি। আইচ আরো বলেন, ‘জয়াকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর সঙ্গে আমি অনেক কাজ করেছি। অনেক যত্ন নিয়ে ছবিটিতে কাজ করেছেন তিনি।’
‘জিরো ডিগ্রি’র প্রযোজক ও অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, ‘এটি একটি আধুনিক ছবি। ছবিটি নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। ছবিটি আমরা দর্শকদের জন্য তৈরি করেছি। আমার বিশ্বাস পাঁচ মিনিট ছবিটি দেখার পর হল ছেড়ে কেউ যাবে না। পুরো ছবি দেখতেই হবে।’
ছবির প্রচারণা কীভাবে করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সারা দেশে ছবিটির জন্য বিলবোর্ড করেছি। রেডিও, টেলিভিশনে ছবিটির বিজ্ঞাপন প্রচার হচ্ছে।’
প্রথম প্রযোজিত ছবি মুক্তি নিয়ে চিন্তা হচ্ছে কি না জানতে চাইলে মাহফুজ আহমেদ বলেন, ‘ছবিটি দর্শকদের ভালো লাগবে কি না এ নিয়ে আমার কোনো চিন্তা নেই। কারণ আমার বিশ্বাস ছবিটি সবাই ভালোভাবে গ্রহণ করবে দর্শক। কিন্তু আমার চিন্তা একটাই, এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা যেভাবে চলছে, তাতে দর্শক কীভাবে হলে আসবে? অন্য সবার মতো আমার নিজেকেও দুর্ভাগা মনে হচ্ছে।’
‘জিরো ডিগ্রী’ ছবিতে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলো গেয়েছেন জেমস, সামিনা চৌধুরী, ন্যান্সি, পৃথ্বিরাজ ও সন্ধি। ছবিতে প্রিন্স মাহমুদের কথা ও সুরে জেমসের কণ্ঠে ‘প্রেম ও ঘৃণা’ গানটি এরই মধ্যে দর্শক জনপ্রিয়তা পেয়েছে।
আসছে ১৩ তারিখ ৬০টি হলে ছবিটি দেখা যাবে বলে জানান ‘জিরো ডিগ্রি’ ছবির প্রযোজক মাহফুজ আহমেদ।