হাসপাতাল পরিবর্তন করলেন লাকী আখন্দ

Looks like you've blocked notifications!
সংগীতশিল্পী লাকী আখন্দ। ছবি : সংগৃহীত

ক্যান্সারে  আক্রান্ত  সংগীতশিল্পী লাকী আখন্দকে  ইউনাইটেড হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে  হস্তান্তর করা হয়েছে আজ সোমবার। সন্ধ্যা ৬টার দিকে তাঁকে সেখানে নেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শে নয়, পারিবারিক সিদ্ধান্তেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নেওয়া  হয়েছে বলে জানিয়েছেন লাকী আখন্দের মেয়ে মাম-মিনতি।

এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে মাম-মিনতি বলেন, ‘বাবা এখন আগের চেয়ে ভালো আছেন।  ইউনাইটে হাসপাতালে থাকলে বাবা হাঁটাচলা  করতে চান না। কিন্তু তাঁর হাঁটাচলাটা  জরুরি। তাই আমরা বাবাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে  নিলাম।  কারণ বাবা সেখানে হাঁটাচলা করতে পারবেন।  সবাই  আমার বাবার জন্য দোয়া করবেন।’

অন্যদিকে লাকী আখন্দ বলেন, ‘ইউনাইড হাসপাতালের সার্ভিস ভালো। কিন্তু খরচ তুলনামূলক বেশি। আমরা এই দিকটাও বিবেচনা করেছি।’

সম্প্রতি লাকী আখন্দের সম্মানে টিএসসিতে দেশের ৩০টি ব্যান্ড কনসার্ট করেছে। এ ছাড়া  লাকী আখন্দের জন্য ‘আর্ট লাভার্স টরন্টো’-এর আয়োজনে কানাডার  টরন্টো শহরে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সংগীতসন্ধ্যা।  কনসার্টে  পাওয়া  সব  টাকা  লাকী আখন্দের ব্যাংক আক্যাউন্টে  এরইমধ্যে জমা হয়েছে বলে জানান লাকী আখন্দের মেয়ে মাম-মিনতি।