আশিকের ‘আয়না সুন্দরী’

আগামী ৮ মে শুক্রবার, মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘আয়না সুন্দরী’। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নায়ক আশিক চৌধুরী ও নবাগত নায়িকা তানিয়া।
রাইসা ফিল্ম প্রোডাকশন প্রযোজিত প্রথম ছবি ‘আয়না সুন্দরী’ পরিচালনা করেছেন পরিচালক মকবুল হোসেন।
ছবিটি সম্পর্কে নায়ক আশিক চৌধুরী বলেন, ‘ছবিতে আমি শহরে থেকে লেখাপড়া করা একটি ছেলের ভূমিকায় অভিনয় করেছি। গ্রামের একটি মেয়ের সঙ্গে আমার প্রেম হয়ে যায়, এরপর পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়। বিয়ের পরই ছবির আসল গল্প শুরু। ছবিতে দর্শকদের ভালো লাগার মতো বেশ কিছু গান রয়েছে। আশা করছি ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।’
গত ২৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘চিনি বিবি’ ছবিটি। এই ছবির সাথে ‘আয়না সুন্দরী’ ছবির কোনো মিল আছে কি না এমন প্রশ্নের জবাবে আশিক বলেন, ‘চিনি বিবি ছবিতে যেমন কথায় কথায় গান আছে আমাদের ছবিতে গান আছে মাত্র পাঁচটি। তবে আমাদের ছবিও গ্রামীণ পটভূমির। গ্রাম-বাংলার জীবন উঠে এসেছে এই ছবিতে।’
প্রথম ছবি ‘দুটি মনের পাগলামি’তে অভিনয় করে প্রশংসিত হন আশিক। এর পর মুক্তি পায় তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘হৃদয় দোলানো প্রেম’। সেখানেও অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন তিনি।
বর্তমানে আশিক ব্যস্ত রয়েছেন আজিজুর রহমান পরিচালিত ‘স্বর্গ থেকে নরক’, সাজ্জাদ হায়দারের ‘হৃদয় ছোঁয়ার দিন’সহ বেশ কিছু ছবি নিয়ে।