ইউটিউবে মুক্তি পাচ্ছে ‘শুটারে’র গান

আগামী ঈদে শাকিব-বুবলী জুটির দুটি ছবি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে এই জুটির ‘বসগিরি’ ছবির গান ও টিজার দেখেছেন দর্শক। আজ রোববার রাতে আসছে ‘শুটার’ ছবির একটি গান। এ প্রসঙ্গে ‘শুটার’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ রাতে আমরা ছবির একটি গান ইউটিউবে আপ করব। গানটি আমরা বাংলাদেশে চিত্রায়ণ করেছি। গানের কোরিওগ্রাফি করেছেন বাংলাদেশের স্বনামধন্য কোরিওগ্রাফার মাসুম বাবুল।’
ইকবাল আরো বলেন, “আমার এই ছবির গল্পটা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে। দুর্দান্ত অ্যাকশন আর রোমান্স থাকছে ছবিতে। আমি ‘শুটার’ ছবিটি নিয়ে অনেক বেশি আশাবাদী। কারণ, এখন যে যৌথ প্রযোজনার ছবি দর্শক দেখছে, তাতে কলকাতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশের টেকনিশিয়ানদের মূল্যায়ন করা হচ্ছে না। কিন্তু আমি মনে করি, এই ছবির মাধ্যমে দর্শক দেখতে পাবে, বাংলাদেশের টেকনিশিয়ানদের সাপোর্ট দিলে কত ভালো কাজ করতে পারে। আমি ‘শুটার’ ছবির প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করেছি এবং নিজে থেকে দেখেছি, বাংলাদেশের টেকনিশিয়ানরা কত ভালোবাসা দিয়ে ভালো কাজটি দর্শকের জন্য তৈরি করেন। আপনারা ইদানীং বোম্বের কোরিওগ্রাফারদের তৈরি করা গান দেখেছেন, আজ দেখবেন বাংলাদেশের কোরিওগ্রাফারদের তৈরি করা গান। আশা করি, আপনাদের ভালো লাগবে।”
রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে শাকিব, বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ। ‘শুটার’ হতে যাচ্ছে নবাগত নায়িকা বুবলীর দ্বিতীয় ছবি। এর আগে তিনি শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবি দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেন।