শাকিব করছেন শাকিবের চরিত্র
বাংলাদেশের একমাত্র সুপার স্টার নায়ক শাকিব খান। সারা বছরই কোনো না কোনো ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। তাঁর শিডিউলের জন্য সারা বছর ধরে অপেক্ষায় থাকেন নামি-দামি পরিচালকরা। কিন্তু ইদানীং শিডিউল ফাঁকি দিয়ে তিনি কোনো এক সাধারণ মেয়ের সঙ্গে প্রেম করছেন। পরিচালকরাও তার সাথে শিডিউল মেলাতে হিমসিম খাচ্ছেন। প্রেমের জন্য এতই মরিয়া শাকিব যে তিনি ওই মেয়ের সঙ্গে দেখা করতে ছদ্মবেশে সিলেট পর্যন্ত চলে যান। এমনি একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘আরো ভালোবাসবো তোমায়’। ছবিটি পরিচালনা করছেন এস এ হক অলিক। এই ছবিতে শাকিব খান অভিনয় করেছেন বাস্তব শাকিব খানের চরিত্রেই। তবে বাকি টুকু কাল্পনিক।
ছবিটির শুটিং চলছে পুবাইলে, শাকিবের নিজস্ব শুটিং হাউজ ‘জান্নাতে’। গতকাল ২৯ এপ্রিল শুটিং স্পটে গিয়ে দেখা গেল নায়কের বিয়ে সংক্রান্ত দৃশ্যের শুটিং চলছে। এ সময় দেখা যায়, শাকিব খানের পক্ষে নায়ক সোহেল রানাকে নিয়ে কনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন নায়ক শাকিব খান। কিন্তু আদরের মেয়েকে একজন নায়কের কাছে বিয়ে দিতে নারাজ মেয়ের পরিবার। ছবিতে নায়ক সোহেল রানাকে দেখা যাবে অথিতি চরিত্রে। সাধারণ মেয়ের ভূমিকায় অভিনয় করছেন নায়িকা পরীমনি। তার বাবা চরিত্রে সাদেক বাচ্চু আর মা চরিত্রে অভিনয় করছেন এক সময়ের সাড়া জাগানো নায়িকা চম্পা।
নায়িকা পরীমনি বলেন, ‘আমার দারুণ খুশি লাগছে এই ভেবে যে ছবিটি রোজার ঈদে মুক্তি পাবে। ঈদে এমনিতেই মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে, আর যেহেতু শাকিব ভাইয়ের সাথে এই ছবি সে কারণে প্রত্যাশা আরো বেড়ে গেছে। সবচেয়ে বড় কথা এটা একটা মৌলিক গল্প, যে কারণে অভিনয় দিয়ে নিজেকে উপস্থাপন করা যায়। আশা করছি আগামী রোজার ঈদে দর্শক আরো ভালোবাসবে আমায়।’
গত ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল এফডিসিতে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির গানের শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও পরীমনি। গত ১৭ এপ্রিল থেকে ২৫ এপ্রিল সিলেটের কিছু লোকেশনে শুটিং শেষে এখন পুবাইলের ছবির শেষ ভাগের শুটিং হচ্ছে বলে এনটিভি অনলাইনকে জানান ছবির পরিচালক অলিক।
এই প্রথম শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন এস এ হক অলিক। ‘ধূমকেতু’র পর পরীর সাথে এটি শাকিবের দ্বিতীয় ছবি। এতে বিশেষ চরিত্রে অভিনয় করছেন সোহেল রানা ও চম্পা। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও গান লিখেছেন পরিচালক নিজেই। আবহ সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান। ছবিটির প্রযোজক খোরশেদ আলম খসরু।