একই দিনে দুই ছবির গান ইউটিউবে

ঈদুল আজহাকে কেন্দ্র করে মুক্তি পাচ্ছে শাকিব খান ও বুবলীর দুটি ছবি। এরই মধ্যে ‘বসগিরি’ ছবির টিজার ও একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার রাতে আরো একটি গান আপ হয়। এ ছাড়া ‘শুটার’ ছবির একটি গানও গতকাল প্রকাশ করা হয়েছে।
‘বসগিরি’ ছবির ‘দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল’ শিরোনামে একটি গান ইউটিউবে আপ হয়েছে গতকাল। গানটির দৃশ্য ধারণ করা হয় থাইল্যান্ডে। নাচের কোরিওগ্রাফি করেছেন বোম্বের আদিল শেখ।
গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানের কথা লিখেছেন কবির বকুল। সুর করেছেন শওকত আলী ইমন।
‘কী করে আজ বলব’ শিরোনামে ‘শুটার’ ছবির একটি গান ইউটিউবে প্রকাশ পেয়েছে একই দিন। বাংলাদেশের সুন্দর লোকেশনে ছবির গানটি শুটিং করা হয়েছে। নাচের কোরিওগ্রাফি করেছেন বাংলাদেশের কোরিওগ্রাফার মাসুম বাবুল।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শী। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর করেছেন সাজিদ সরকার।
রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে শাকিব ও বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ। ‘শুটার’ হতে যাচ্ছে নবাগত নায়িকা বুবলীর দ্বিতীয় ছবি। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ বুবলীর প্রথম চলচ্চিত্র।