কসোভো চলচ্চিত্র উৎসবে তৌকীর সেরা পরিচালক
কসোভো চলচ্চিত্র উৎসবে প্রশংসা শুধু নয়, পুরস্কারও জিতে নিয়েছে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। ছবিটির জন্য সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের দুটি পুরস্কার গ্রহণ করেছেন তৌকীর। পুরস্কার গ্রহণের পর ছবির কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উৎসবটি গত ৩১ আগস্ট থেকে শুরু হয়েছিল। শেষ হয় ৪ সেপ্টেম্বর। উৎসব শেষ হওয়ার পরপরই ফেসবুকের মাধ্যমে তৌকীর আহমেদকে সবাই শুভেচ্ছা জানান।
‘অজ্ঞাতনামা’ ছবির অভিনেতা শাহেদ আলী বলেন, ‘পরিচালক তৌকীর আহমেদকে অনেক স্বাগত। এটা সত্যি আমাদের জন্য অনেক আনন্দের সংবাদ।’
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, নিপুণ প্রমুখ।
‘অজ্ঞাতনামা’ ছবিটি এর আগে ইতালির গালফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে জুরি মেনশন অ্যাওয়ার্ড পেয়েছিল। বাংলাদেশে ছবিটি মুক্তি পায় গত ১৯ আগস্ট।
ছবিটি তৌকীর আহমেদের নির্মিত চতুর্থ চলচ্চিত্র। এর আগে তিনি তিনটি চলচ্চিত্র নির্মাণ করেন। এগুলো হলো ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’ ও ‘দারুচিনি দ্বীপ’।