আবারো মা হতে চলেছেন নাতালি পোর্টম্যান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/10/photo-1473490174.jpg)
দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান। বৃহস্পতিবার ‘ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল’-এ তাঁর নতুন সিনেমা ‘প্ল্যানেটারিয়াম’-এর প্রদর্শনীতেই প্রথম নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করলেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। নজরকাড়া এক ‘ভ্যালেন্টিনো’ গাউন পরে রেড কার্পেটে হাঁটার মধ্য দিয়েই তিনি জানান দিলেন এই খুশির সংবাদ।
২০১২ সালে ক্যালিফোর্নিয়ার বিগ সার—এ বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলেপিড-পোর্টম্যান জুটি। নাতালির স্বামী বেঞ্জামিন মিলেপিড নামি কোরিওগ্রাফার। আলেফ নামে পাঁচ বছরের একটি ছেলে রয়েছে তাঁদের। ২০০৯ সালে ড্যারেন অ্যারোনফস্কির সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ‘দ্য ব্ল্যাক সোয়ান’-এর সেটে পরিচয় হয় তাঁদের। এই ছবির সুবাদে অস্কারও জেতেন নাতালি।
কিছুদিন আগে নিউইয়র্ক টাইমসের টি ম্যাগাজিনে ব্যক্তিগত জীবন নিয়ে একটি কলাম লিখেছেন নাতালি পোর্টম্যান। এখানে একজন স্ত্রী এবং মা হিসেবে নিজের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘আমি যখন কাজ করি না, তখন আমার পুরো সময় কাটে পরিবারের সাথে, যেখানে আমার দিন কাটে স্কুল, রান্নাবান্না, খেলাধুলা আর ঘুম দিয়ে।’ ব্যক্তিজীবনে মাতৃত্বের প্রভাব নিয়ে তিনি বলেন, ‘মাতৃত্ব আমাকে শিখিয়েছে চাপের সময়গুলোতে অনেক বেশি শান্ত থাকতে। মা হওয়ার পর নিজের ভেতরে অদ্ভুত এই অনুভূতিটা আপনা আপনিই জন্ম নেয়, যখন সব কিছু এলোমেলো হয়ে যায়, আপনার গলা নেমে যায় অনেক নিচে, রক্ত চলাচল অনেক ধীর হয়ে যায় এবং আপনি আবার সবকিছু ঠিকঠাক করে নিতে শেখেন।’
‘প্ল্যানেটারিয়াম’ ছাড়াও পোর্টম্যান সম্প্রতি অভিনয় করেছেন কিংবদন্তি সাবেক ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ওনাসিসের জীবনী নিয়ে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘জ্যাকি’র নাম ভূমিকায়। প্রদর্শনীর পর উৎসবজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছে সিনেমাটি।