ঈদের দিন এনটিভিতে ডিপজল-রেসির ‘স্বামী ভাগ্য’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/09/12/photo-1473675895.jpg)
ঈদের দিন এনটিভিতে সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে ডিপজল ও রেসি অভিনীত চলচ্চিত্র ‘স্বামী ভাগ্য’। ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। ছবিটি নির্মিত হয়েছিল ডিপজলের নিজস্ব প্রতিষ্ঠার অমি-বনি কথাচিত্র থেকে। ডিপজল মনে করেন, এ ধরনের চলচ্চিত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ২০১২ সালে ছবিটি মুক্তি পেয়েছিল।
অভিনেতা মনোয়ার হেসেন ডিপজল এনটিভিকে বলেন, ‘এই ছবিটি গল্পনির্ভর বাংলদেশের ছবি। এখন যেসব ছবি নির্মাণ হয় তার মধ্যে অধিকাংশ ছবিতে গল্প নেই। আর যে গল্প নিয়ে বর্তমানে ছবি হচ্ছে, সেগুলো বাংলাদেশের গল্প নয়। বেশির ভাগ গল্পই তামিল বা কলকাতার। আমি মনে করি চলচ্চিত্র দেশের প্রতিনিধিত্ব করে। আমি যে ছবি বানিয়েছি, সেই গল্পগুলো বাংলাদেশের মানুষের জীবন থেকে নেওয়া। এই ছবিগুলো দেশের প্রতিনিধিত্ব করবে।’
ডিপজল আরো বলেন, ‘এই ছবিটি আমি দর্শকদের দেখার জন্য অনুরোধ করব। পাশাপাশি যাঁরা এখন ছবি নির্মাণ করছেন তাঁদের বলব, আপনারাও ছবিটি দেখুন। এতে করে বাংলাদেশের ছবি কেমন হতে পারে সেই ধারণা আপনার মধ্যে তৈরি হবে।’
‘স্বামী ভাগ্য’ ছবিটিতে আরো অভিনয় করেছেন আমিন খান, রুমানা, আলীরাজ, দিঘি, শানুশিবা, ডিজে সোহেল, মিশা সওদাগর, মিজু আহমেদ প্রমুখ।