এনটিভিতে শাকিব-অপুর ‘জান আমার জান’
এম বি মানিক পরিচালিত ‘জান আমার জান’ ছবিটি এনটিভিতে প্রচারিত হবে আগামীকাল সোমবার সকাল ১০টা ৫ মিনিটে। শাকিব খান ও অপু বিশ্বাস ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন উজ্জ্বল, সুচরিতা, আদিল, মিশা সওদাগর প্রমুখ। এনটিভির ঈদ আয়োজনের অংশ হিসেবে ঈদের সপ্তম দিনে এই ছবি প্রচার করা হচ্ছে।
প্রতি বছরই ঈদে শাকিব-অপু জুটির ছবি মুক্তি পেলেও এই ঈদে তাঁদের কোনো ছবি ছিল না। গত ঈদে মুক্তি পায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’। এটি শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ৭২তম চলচ্চিত্র। প্রতিবারের মতো গত ঈদেও শাকিব-অপুর ‘সম্রাট’ ভালো ব্যবসা করে।
২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে প্রথম জুটি বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। তাঁদের অভিনীত প্রথম ছবিটি ব্যবসাসফল হলে এই জুটি রাতারাতি তারকা জুটিতে পরিণত হয়।
গত এক দশকে অসংখ্য হিট-সুপারহিট ছবি বক্স-অফিসে উপহার দিয়েছে শাকিব-অপু জুটি। এ সময়ে সবচেয়ে ব্যস্ত জুটিও ছিলেন তাঁরা। এই জুটি গত ১০ বছরে ‘চাচ্চু’, ‘কোটি টাকার কাবিন’, ‘দাদিমা’, ‘পিতার আসন’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘সন্তান আমার অহংকার’, ‘মনেপ্রাণে আছ তুমি’, ‘মনে বড় কষ্ট’, ‘কথা দাও সাথী হবে’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘মনের জ্বালা’, ‘প্রিয়া আমার জান’, ‘ঢাকার কিং’, ‘মাই নেম ইজ খান’, ‘হিরো : দ্য সুপারস্টার’, ‘লাভ ম্যারেজ’সহ অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
চলতি বছর শাকিব-অপু জুটি এক দশক পূর্তি করেছে। এ জুটি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল উত্তম আকাশ পরিচালিত ‘রাজা ৪২০’।