মাইকেল জ্যাকসনের সুরে ‘স্লোগান’ ব্যান্ডের গান

Looks like you've blocked notifications!

মাইকেল জ্যাকসনের সুরে কথা দিয়ে গান করেছে বাংলা ব্যান্ড ‘স্লোগান’। মাইকেল জ্যাকসনের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে সুপরিচিত গানটির ভাবানুবাদ করেছেন এই ব্যান্ডের সদস্য সাব্বির আহমেদ শ্রাবণ।

মাইকেল জ্যাকসন মনে করতেন, ‘হিল দ্য ওয়ার্ল্ড’ গানটি তাঁর সবচেয়ে নিখুঁত সৃষ্টি। এই গানটি ব্যান্ড স্লোগান ‘ভালোবেসে তাই একবার বাঁচো’ শিরোনামে ভাবানুবাদ করতে পেরে খুবই আনন্দিত।

গত ২০ অক্টোবর সাংবাদিক ও সংগীতশিল্পী ড্যানিয়েল পার্ল স্মরণে ইএমকে সেন্টার আয়োজিত মাসিক সংগীতানুষ্ঠান হ্যাপি আওয়ারে আমন্ত্রিত হয় স্লোগান ব্যান্ড। ‘ভালোবেসে তাই একবার বাঁচো’ এই গানটি মাইকেল জ্যাকসনকে উৎসর্গ করেছে স্লোগান।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মঞ্চশিল্পী ও নির্মাতা লুসি তৃপ্তি গোমেজ। ব্যান্ড সমন্বয়ক হিসেবে টনি মজুমদার এবং সার্বিক দায়িত্বে ছিলেন গীতিকার শ্রাবণ সাব্বির।  

স্লোগানের যাত্রা শুরু ২০০৫-এ ‘আমাদের প্রার্থনা’ গানের মাধ্যমে। ডি’রকস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সংগীতজগতে পথচলা শুরু তাঁদের।