বৃষ্টির পাল্লায় মুনমুন-অধরার ‘রাগী’

Looks like you've blocked notifications!

একদিন শুটিং করতে না করতেই বৃষ্টির কারণে আটকে গেছে ‘রাগী’ ছবির কাজ। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। ছবিতে অভিনয় করছেন অধরা খান ও আবির। এ ছাড়া বিশেষ খলচরিত্রে অভিনয় করছেন এক সময়ের আলোচিত নায়িকা মুনমুন। গত ২৭ অক্টোবর মহরতের মধ্য দিয়ে ছবির শুটিং শুরু হয়।

এ বিষয়ে নবাগত অধরা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা গত ২৭ তারিখ ছবির শুটিং শুরু করেছিলাম। কিন্তু সেদিনই বৃষ্টির কারণে শুটিং করতে বেশ ঝামেলা হয়েছে। এ কারণে শুটিং প্যাকআপ করা হয়। বৃষ্টি কমায় আজ থেকে আবারও ছবির শুটিং শুরু হয়েছে। টানা ৪ তারিখ পর্যন্ত আমরা শুটিং করব।’

নিজের চরিত্র নিয়ে অধরা বলেন, ‘এই ছবিতে আমি অহংকারী একটি মেয়ে, অনেক চঞ্চল। আমার বড় বোন একজন ক্ষমতাধর মন্ত্রী।’

অধরা আরো বলেন, “আমি আরো দুটি ছবিতে কাজ করছি। শাহিন সুমন পরিচালিত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবির কাজ এরই মধ্যে প্রায় শেষ করেছি। আগামী মাসের ৫ তারিখ থেকে শুরু হয়ে টানা সাতদিন শুটিং করেই ছবির কাজ শেষ হবে। আমি এরই মধ্যে বেশ কয়েকটি ছবির অফার পেয়েছি। কিন্তু নিজের সাথে যায় এমন চরিত্রগুলোতে কাজ করতে চেষ্টা করব।”