আসছে আজাদ-নাদিয়ার ‘পকেট’

এ সময়ের ব্যস্ততম দুই মডেল আজাদ ও নাদিয়া অভিনয়ে বেশ পারদর্শী হয়ে উঠছেন। সম্প্রতি আলী জুলফিকার জাহেদী ও শাহ সুলতানের যৌথ প্রযোজনায় একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তাঁরা দুজন। ‘পকেট’ নামের টেলিফিল্মটি রচনা করেছেন আশরাফুজ্জামান বাবু।
টেলিফিল্ম প্রসঙ্গে আজাদ বলেন, “এখানে আমার চরিত্রের নাম হারুন। অভিনয় করতে গিয়ে বারবার আমি সত্যি সত্যিই নিজেকে হারুন মনে করেছি। হারুন সব সময় তার ডান হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে রাখে। এটা হারুনের মুদ্রা দোষ। বাস্তব জীবনে আমাদের অনেকেরই কিছু মুদ্রাদোষ থাকে। অনেকের কাছেই এই দোষটুকু বিরক্তিকর। কিন্তু এর পেছনেও যে একটা গল্প থাকে, দীর্ঘ সময় ধরে বয়ে বেড়ানো যন্ত্রণা থাকে, ‘পকেট’-এ অভিনয় করতে গিয়ে আমার বারবার সেটা মনে হয়েছে।”
পরিচালক শাহ সুলতান বলেন, “হৃদয়ছোঁয়া, জীবন ঘনিষ্ঠ একটি গল্প ‘পকেট’। এই টেলিছবি নিয়ে আমরা বেশ আশাবাদী।’
টেলিছবির অপর পরিচালক ও প্রযোজক আলী জুলফিকার জাহেদী বলেন, ‘এটি আমার আদ্রীয়ান ফিল্মস্ এন্টারটেইনমেন্টের চতুর্থ কাজ। আমি আমার সবটুকু ঢেলে দেওয়ার চেষ্টা করেছি।’ তিনি আরো বলেন, হাসির গল্প শুধু হাসায় না, ভাবায়ও। ‘পকেট’ টেলিছবি দর্শকের মনে দাগ কাটবে।
আজাদ, নাদিয়া ছাড়াও টেলিছবিটিতে আরো অভিনয় করেছেন জয়নাল জ্যাক, চিত্রনায়িকা শম্পা, রজনীগন্ধা রফিক, আলী আদ্রীয়ান জাহেদী, রেহানা জলি প্রমুখ।
কিছুদিন পর একটি বেসরকারি চ্যানেলে টেলিছবিটি প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক শাহ সুলতান।