ঈদে আসছে টেলিফিল্ম ‘মেট্রোপলিটন প্রেম’
এফিডিসিতে ‘মেট্রোপলিটন প্রেম’ টেলিফিল্মের শুটিং শেষ হলো গতকাল শুক্রবার ১৫ মে। ঈদকে সামনে রেখেই তৈরি করা হচ্ছে এই টেলিফিল্ম। নাগরিক জীবনে প্রেমের জটিলতা নিয়ে মাহমুদ দিদার এনটিভির জন্য নির্মাণ করছেন এই টেলিফিল্ম। গত ১২ মে থেকে ১৫ মে চার দিন বিএফডিসিতে পরিচালক মাহমুদ দিদার শুটিং করছেন তাঁর টেলিছবি ‘মেট্রোপলিটন প্রেমে’র। এই ছবিতে তিন ধরনের প্রেম দেখানো হবে। একজন স্টান্টম্যানের সঙ্গে একজন নায়িকার প্রেম, একটা ফুল বিক্রেতা মেয়ের সঙ্গে কবির প্রেম এবং ভার্চুয়াল জগতে ধনী তরুণ-তরুণীর প্রেম।
মাহমুদ দিদার বলেন, ‘সিনেমার ঝুঁকিপূর্ণ দৃশ্যে নায়কের ডামি হিসেবে কাজ করে একজন স্টান্টম্যান। একজন স্টান্টম্যান আর তার নায়িকার গল্প, যে হিরোকে হিরো বানায়, নায়িকাকে রক্ষা করে জীবন বাজি রেখে। সব ঝুঁকিপূর্ণ শট সে দেয় । কিন্তু তার কখনো নায়ক হয়ে উঠা হয় না ! অথবা সুন্দরী নায়িকাকে যতই উদ্ধার করুক না কেন, তার প্রেমে কখনো নায়িকারা পড়ে না । কিন্তু সে যখন নায়কের কাজটি করে তখন নিজেকে সে নায়ক ভাবে বলেই কাজটি সহজে সে করতে পারে। এই ধরনের স্টান্টম্যান কিন্তু নায়িকার প্রেমে পড়তে পারে। কিন্তু আমাদের সমাজে বিষয়টি স্বীকৃতি পায় না।’
পরিচালক নিজের টেলিফিল্মের অন্য প্রেম সম্পর্কে বলেন, ‘একজন রাস্তার ফুলবিক্রেতা মেয়ে। তার সঙ্গে এক কবির প্রেম। একজন কবি একজন ফুলওয়ালিকে দেখে সুন্দর কবিতা লিখে , গল্প লিখে , মনের অজান্তে এক ধরনের প্রেমও হয়ে যায়। কিন্তু এই প্রেম আমাদের সমাজে স্থান পায় না। এই ধরনের গল্প নিয়ে আমার এই টেলিফিল্ম। আশা করি ঈদের আনন্দ আরো বাড়িয়ে দেবে এই টেলিফিল্ম। একই সঙ্গে ভার্চুয়াল দুই তরুণ-তরুণীর প্রেমও এনেছি, কিন্তু এই তিন জুটির কেউই জানে না তাদের পরিণতি কী? প্রেমের এই জটিলতাই মেট্রোপলিটন প্রেমের মূল বিষয়।’
মাহমুদ দিদারের এই টেলিফিল্মে অভিনয় করেছেন আফরান নিশো, শবনম ফারিয়া, প্রভা, অর্ষাসহ আরো অনেকে।