এখনো চলছে শাকিব-অপুর ‘কঠিন প্রতিশোধ’
ঢাকার জোনাকি সিনেমা হলে চলছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত চলচ্চিত্র ‘কঠিন প্রতিশোধ’। ছবিটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম খান। তিনি জানান, এই ছবি এখন দেশের ৩২টি সিনেমা হলে চলছে। ছবিটি পুরোনো হলেও হলগুলোতে এখনো শাকিব-অপু জুটির ছবি চাহিদার শীর্ষে, আর সে কারণেই নতুন ছবির বদলে চলছে এই পুরোনো ছবি। ২০১৪ সালের ৬ অক্টোবর মুক্তি পেয়েছিল ছবিটি।
জোনাকী সিনেমা হলের টিকেট কাউন্টারে কাজ করেন মনু মিয়া। কথায় কথায় তিনি বললেন, ‘এখনো দর্শক চাহিদার শীর্ষে শাকিব খান-অপু বিশ্বাস। শাকিব-অপুর ছবি একবার দেখা থাকলেও অনেকে আবার টিকেট কেটে ঢুকে পড়ে। শাকিব-অপুর প্রতি দর্শকদের একটা ভালোবাসা আছে।’
স্থানীয় ভ্যানচালক কালাম বলেন, ‘প্রতি শুক্রবার সিনেমা দেখতে হলে আসি। শাকিব-অপু আমার প্রিয় শিল্পী। তাদের যে কোনো ছবিই দেখতে ভালো লাগে। কিছুদিন ধরেই শুনছি অপু নাকি আর কাজ করবেন না। শুনেই মনটা খারাপ হয়ে গেছে। আমরা চাই অপু-শাকিব আরো ছবি করবেন। আমরা আমাদের প্রিয় জুটিকে হারাতে চাই না।’
শাকিব-অপুর ‘কঠিন প্রতিশোধ’ ছবিটি সন্ধানী কথাচিত্রর ব্যানারে নির্মিত। ছবির পরিচালক নজরুল ইসলাম খান বলেন, ‘ছবিটি আমি ভালো একটা গল্প নিয়ে নির্মাণ করতে চেষ্টা করেছি। আশা করি সব সময়ই ছবিটি দর্শকদের ভালো লাগবে। শুধু আমার এই ছবি নয়, খবর নিয়ে দেখা যাবে শাকিব-অপুর প্রায় সব ছবিই এখনো অনেক সিনেমা হলে চলছে। আসলে তাদের বোঝাপড়াটা ভালো ছিল, যে কারণে কাজও ভালো হতো।’