আবদুর রহমান বয়াতির জন্মদিনে কাঙ্গালিনীর গান

Looks like you've blocked notifications!
আব্দুর রহমান বয়াতির ‘ভুলি ভুলি মনে করি’ গানটি গেয়েছেন কাঙ্গালিনী সুফিয়া। ছবি : সংগৃহীত

দেশের কিংবদন্তি  বাউলসংগীত শিল্পী প্রয়াত আবদুর রহমান বয়াতির ৮০তম জন্মদিন আজ। এই দিনটিকে আরো স্মরণীয় করতে এবং শিল্পীর ভক্তদের জন্মদিনের উপহার দিতে একটি গান গেয়েছেন জনপ্রিয় বাউলশিল্পী কাঙ্গালিনী সুফিয়া। গানটি লিখেছিলেন আবদুর রহমান।

আবদুর রহমান বয়াতির লেখা অপ্রকাশিত গানটির শিরোনাম ‘ভুলি ভুলি মনে করি’। গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। সিএমভির ব্যানারে বিশেষ এই গানটি আজ  সোমবার প্রকাশ পেয়েছে  জিপি মিউজিক, রবি ইয়োন্দার অ্যাপসহ দেশীয় ও আন্তর্জাতিক একাধিক অনলাইন সংগীত মাধ্যমে।

গানটি প্রসঙ্গে মুরাদ নূর বলেন, ‘আমার সৌভাগ্য আব্দুর রহমার বয়াতির মতো শিল্পীর লেখা অপ্রকাশিত গান আমি সুর করতে পেরেছি এবং সেই গানই আরেক নন্দিত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার কণ্ঠে তুলে দিতে পেরেছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

কাঙ্গালিনী সুফিয়া বলেন, ‘উনি (বয়াতি) খবরটা পাইলে খুশি হইতেন। গানটা খুবই ভালো হইছে।’