গান গাইলেন মীরাক্কেল খ্যাত জামিল

Looks like you've blocked notifications!
জনপ্রিয় অভিনেতা জামিল। ছবি : সংগৃহীত

মীরাক্কেল খ্যাত তারকা জামিল হোসেন প্রথমবারের মতো চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রের নাম ‘রং ঢং’। এটি পরিচালনা করেছেন আহসান সারোয়ার। ছবিটিতে গানের শিক্ষকের চরিত্রে অভিনয়ও করেছেন জামিল। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী এমা হোসেন।

চলচ্চিত্রে প্লে-ব্যাক করার অনুভূতি নিয়ে এনটিভি অনলাইনকে জামিল বলেন, “আমি সময় পেলে গান চর্চা করি কিন্তু কখনো প্লে-ব্যাক কিংবা অ্যালবামের জন্য গান করা হয়নি। এটা আমার সৌভাগ্য, ছবিতে অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিয়েছি। গানের প্রথম লাইনগুলো হলো ‘যারে আমার ভালো লাগে তারে পাইলাম কই, সে তো কোনো দিনও ছিল না আমার’, রোমান্টিক একটা গান। গানটির ফুয়াদ নাসের বাবু অসাধারণ সংগীতায়োজন করেছেন।”

ভবিষ্যতে সুযোগ পেলে নিয়মিত  প্লে-ব্যাক ও অ্যালবামের জন্য গান করবেন বলেও জানান জামিল।

বর্তমানে জামিল চলচ্চিত্রের শুটিংয়ের পাশাপাশি একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন। নাটক কিংবা চলচ্চিত্র সব মাধ্যমে দর্শকের ভালোবাসা পেতে চান তিনি।