কানে স্বর্ণপত্র পেল ‘ধীপান’

Looks like you've blocked notifications!
৬৮তম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার বিজয়ী ও বিচারকরা। ছবি : এএফপি

৬৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপত্র বা পাম ডি অর জিতেছে ‘ধীপান’ ছবিটি। রোববার মধ্যরাতে এ পুরস্কার দেওয়া হয়। জ্যাক অদিয়াখ পরিচালিত ছবিটি তিনজন শ্রীলংকান তামিল শরণার্থীর জীবন সংগ্রাম নিয়ে তৈরি হয়েছে। যারা ফ্রান্সে পালিয়ে গিয়ে বাঁচার চেষ্টা করে।  

কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম ডি অর। এর পরই রয়েছে গ্র্যান্ড প্রাইজ বা ঘন্ড প্রি। হাঙ্গেরির আলোচিত ছবি সন অব সৌল জিতেছে এই পুরস্কার। লাজলো নেমেস পরিচালিত প্রথম ছবি এটি।

উৎসবে জুরি পুরস্কার পেয়েছে দ্য লবস্টার ছবিটি। গ্রিক চলচ্চিত্র নির্মাতা ইয়োরগোস লানথিমোস পরিচালনা করেছেন ছবিটি। দ্য অ্যাসাসিন ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন তাইওয়ানিজ পরিচালক হৌ হাসিও-হেইসেন।

ফ্রান্সের গ্র্যান্ড লুমিয়ের থিয়েটারে অনুষ্ঠিত এবার কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেন ফরাসি অভিনেতা ল্যামবার্ট উইলসন।

প্রথম ছবির জন্য সেরা পুরস্কার দ্য ক্যামেরা ডি অর জিতেছে লা তিয়েরা ইলা সমব্রা ছবিটি। কলোম্বিয়ার পরিচালক সিজার অগাস্তো আসেভেদো পরিচালনা করেছেন ছবিটি।

‘ক্রনিক’ ছবির জন্য মেক্সিকান চিত্রপরিচালক মিশেল ফ্রাঙ্কো সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন।

ফরাসি ছবি ‘দ্য মেজার অব অ্যা ম্যান’ –এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ভিনসেন্ট লিন্ডন। স্টিফেন ব্রিজে পরিচালনা করেছেন ছবিটি। এবার সেরা অভিনেত্রী হয়েছেন দুজন। একজন রুনি মারা, তিনি অভিনয় করেছেন টড হেইন্স পরিচালিত ‘ক্যারল’ ছবিতে। ইমানুয়েল বারকট সেরা অভিনেত্রী হয়েছেন মেউইন বেস্কো পরিচালিত ‘মাই কিং’ ছবিতে অভিনয় করে।

কানে এবার সেরা স্বল্পদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতেছে ‘ওয়েভস ৯৮’ ছবিটি। লেবাননের পরিচালক এলি দাগের এটি পরিচালনা করেছেন।

‘নজর দিয়ে দেখা’ বা আঁ সাখতাঁ খোগাখড (Un Certain Regard) বিভাগে পুরস্কার জিতেছে গ্রিমুর হাকোনার্সন পরিচালিত ‘র‍্যামস’ ছবিটি। অপেক্ষাকৃত তরুণ নির্মাতা এবং মূলধারার চেয়ে ভিন্ন কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়।