১৯টি সিনেমা হলে ‘পদ্মার প্রেম’
আজ সারা দেশে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘পদ্মার প্রেম’। স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমার গল্প, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালনা করেছেন হারুন-উজ-জামান। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা ও নায়ক সুমিত সেনগুপ্ত। দেশের ১৯টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক। এর আগে ‘পদ্মার ভালোবাসা’ শিরোনামে ছবিটি কলকাতায় মুক্তি পায় গত ২০ সেপ্টেম্বর।
হারুন-উজ-জামান বলেন, “আমরা দেশের ১৯টি সিনেমা হলে ‘পদ্মার প্রেম’ ছবিটি মুক্তি দিয়েছি। এর আগে গত ২০ সেপ্টেম্বর কলকাতায় আমরা ছবিটি মুক্তি দিয়েছিলাম। সেখানে দর্শক ছবিটি দেখে পছন্দ করেছে। বেশ প্রশংসাও পেয়েছি। গল্পনির্ভর এই ছবিটি আশা করি আমাদের দেশের দর্শকও পছন্দ করবেন।”
আইরিন বলেন, “‘পদ্মার প্রেম’ সিনেমায় ষাটের দশকের চিত্র দেখানো হয়েছে। এই সিনেমায় আমি গ্রামের প্রভাবশালী পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটির গল্প পদ্মার পাড়-ঘেঁষা একটি গ্রামের মানুষের জীবন নিয়ে। জীবনধর্মী গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে বেশ কয়েকটি লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। আমার কাছে ছবিটি অনেক ভালো লেগেছে। আশা করছি, দর্শকের কাছেও ভালো লাগবে। সবাইকে অনুরোধ করছি, আপনারা সিনেমা হলে এসে ছবিটি দেখবেন।’’
দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন আইরিন। এরপর ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবিনী’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রৌদ্রছায়া’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নিরব। এটি পরিচালনা করেছেন বুলবুল জিলানী। তা ছাড়া অরণ্য পলাশের ‘গন্তব্য’ সিনেমার কাজও শেষ করেছেন আইরিন।
অন্যদিকে সুমিত সেনগুপ্ত অনিকেত আলম পরিচালিত শেষ নায়ক চলচ্চিত্রের মাধ্যমে এ অঙ্গনে পা রাখেন অমিত। তাঁর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘সেদিন বৃষ্টি ছিল’। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনেও সরব রয়েছেন সুমিত।