ঈদে ‘প্রিন্স’ হয়ে আসছেন শাকিব খান
ছোট-বড় বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। মাঝখানে দুহাতে দুটি পিস্তল প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একজন—মেগাস্টার শাকিব খান। আবছা আলোয় ভেসে উঠেছে রাজধানী ঢাকার মানচিত্র। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে উত্তরা, আশকোনা, বাড্ডা, গাবতলি, মোহাম্মদপুর, কাফরুল, কারওয়ান বাজার, শাঁখারিবাজার আর গেণ্ডারিয়ার নাম।এমন আবহেই উন্মোচিত হলো শাকিব খানের নতুন সিনেমার নাম ঘোষণা পোস্টার। জানানো হয়েছে, সিনেমার নাম ‘প্রিন্স’।...
সর্বাধিক ক্লিক