‘ওম শান্তি ওম’, ‘দাবাং’ অভিনেতা নীতেশ মারা গেছেন
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা নীতেশ পাণ্ডে (৫১) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন হিন্দি টেলিভিশন সিরিয়ালের সফল এই অভিনেতা। স্টার প্লাসের জনপ্রিয় শো ‘অনুপমা’তে ধীরজ চরিত্রে সবশেষ দেখা গেছে তাঁকে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নীতেশ পান্ডে কাজের জন্য লাগাতপুরী থাকা অবস্থায় সেখানে রাত দুইটার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে দ্রুত তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নীতেশ পান্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক জেডি মাজেথিয়া। যিনি নীতেশ পান্ডের সঙ্গে একসাথে অনেক কাজ করেছেন।
হিন্দি টেলিভিশনে নীতেশ খুবই জনপ্রিয় একটি নাম। ‘পেয়ার কা ডরদ হে মিঠা মিঠা পেয়ারা পেয়ারা’ ধারাবাহিকে হরিশ কুমারের চরিত্রে তার অভিনয় দর্শকের মন জয় করেছিল। এ ছাড়াও হিন্দি টেলিভিশনের ডেইলি সোপ ‘অনুপমাতে’ও তিনি অভিনয় করেছেন। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন নীতেশ।
‘ওম শান্তি ওম’, ‘দাবাং’, ‘খোসলা কা ঘোশলা’ এবং ‘বাধাই দো’ এর মতো সিনেমাতে কাজ করেছেন তিনি। এ ছাড়াও সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত ‘দাবাং ২’, ‘খোসলা কা গোসলা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা।