চলে গেলেন টিনা টার্নার
পৃথিবী কাঁপানো গায়িকা টিনা টার্নার (৮৩) গত বুধবার মারা গিয়েছেন। সুইজারল্যান্ডের কুসনাখতে তার নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। তার অসাধারণ কণ্ঠস্বরের কারণেই তিনি একজন অবিস্মরণীয় লাইভ পারফর্মার হয়ে ওঠেন।
মিসেস টার্নার ১৯৫০ এর দশকের শেষের দিকে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তার শক্তিশালী কণ্ঠ এবং নাচের শৈলী দর্শকদের নজড় কেড়েছিলেন। কখনও কখনও তাকে ‘কুইন অব রক এন্ড রোল’ নামে ডাকা হত। টার্নার ১৯৮০ এর দশকে আটটি গ্র্যামি পুরস্কারের মধ্যে ছয়টি জিতেছিলেন। "হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট" গানের জন্য তিনটি পুরস্কার জিতেছিলেন। বছরের সেরা গান, সেরা পপ ভোকাল পারফরম্যান্স, সেরা মহিলা রক ভোকালের জন্য "বেটার বি গুড টু মি" –গানটিও পুরষ্কার জিতেছিলেন। এ ছাড়াও তার অন্যান্য বিখ্যাত গানের মধ্যে রয়েছে- প্রাইভেট দ্যান্সার, দ্যা বেস্ট, প্রাউড ম্যারি।
৮০’র দশকে এই গায়িকা এক ডজন গান দর্শকদের উপহার দেন। ১৯৮৮ সালে রিও ডি জেনেরিওতে তার শো’তে ১,৮০,০০০ মানুষ উপস্থিত ছিলেন। যা কিনা ঐ সময়ে একটি রেকর্ড গড়ে ছিল।