ঈদে এনটিভিতে শামীম-অহনার ‘আধা ঘরওয়ালী’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/23/eid_shamim_ahona.jpg)
নাটকটির দৃশ্য। ছবি : এনটিভি অনলাইন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ‘আধা ঘরওয়ালী’ শিরোনামে নাটক।
ঢাকার বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে নাটকটির শুটিং। শামীম হাসান সরকার ও অহনা রহমান অভিনীত নাটকটি পরিচালনা করেছেন মহিন খান। গল্প ও চিত্রনাট্যও পরিচালকের।
নাটকের গল্পে দেখা যাবে, শামীম হাসান সরকার বউ পালিয়ে যাবার নাটক করে। সেই গল্পে যুক্ত হয় তাঁর শালী। আর এই নাটকের বাকী অংশটুকু দেখতে চোখ রাখুন ঈদে এনটিভির পর্দায়।