পরিবারকে নিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/06/30/salman-khan.jpg)
ছবি : সালমান খানের ফেসবুক পেজ থেকে নেওয়া।
পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন বলিউড তারকা সালমান খান। ঈদের দিন পরিবারের সঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান খান। নিজের ফেসবুক ছবি পোস্ট করে সালমান খান লিখেছেন, ‘ঈদুল আজহা মুবারাক’।
ছবিটিতে সালমানের বাবা সেলিম খান, মা সালমান খান, বোন অমৃতা খান ও অলিভিয়া খানকে দেখা গেছে। এ ছাড়া সালমানের অন্য দুই ভাই আরবাজ খান ও সোহেল খানও ছিলেন ছবিতে। প্রিয় তারকার পারিবারিক ছবি দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2023/06/30/salman-khan-facebook-screen-shoot.jpg 679w)
মানেশ শর্মা পরিচালিত সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার থ্রি’ সিনেমাটি দিওয়ালিতে মুক্তি পাবে। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।