রাবিতে ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

Looks like you've blocked notifications!
ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সৌজন্যে

সোয়া শতকের ইতিহাসে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে চলচ্চিত্র আজ সবচেয়ে শক্তিশালী শিল্পমাধ্যম। মাঝে টেলিভিশন এসে তাতে যোগ করেছিল নতুন মাত্রা। আর এখন ভিজ্যুয়াল মিডিয়ায় নতৃন দৃশ্যপট হাজির করেছে স্ট্রিমিং প্ল্যাটফরম বা ওটিটি।

ওয়েবসিরিজসহ নানা ধরনের কনটেন্টের মাধ্যমে বিশ্বজুড়েই চলচ্চিত্র-টেলিভিশন সবখানে প্রভাব ফেলছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমসহ নানা ধরনের ওটিটি প্ল্যাটফরম।

বাংলাদেশেও নানা ধরনের স্ট্রিমিং প্ল্যাটফরম দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। এরই মাঝে রাজশাহী থেকে রাজশাহীর তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম শাইকের নির্মিত ওয়েবসিরিজ ‘শাটিকাপ’ চরকিতে রিলিজ হওয়ার পর দেশে–বিদেশে দারুণ সাড়া ফেলে। রাজশাহীতে এখনো ওয়েবসিরিজ নির্মাণের কর্মযজ্ঞ চলছে।

চলচ্চিত্রের পাশাপাশি তরুণদের ওয়েব সিরিজের প্রতি আগ্রহও লক্ষণীয়। ওদিকে বড় পর্দার চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র নির্মাণেও তরুণদের সমান আগ্রহ রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবার তরুণদের জন্য ওয়েবসিরিজ ও চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে। এতে কলকাতার তথ্যচিত্র নির্মাতা শান্তনু সাহা, রাজশাহীর তথ্যচিত্র নির্মাতা ড. সাজ্জাদ বকুল, চলচ্চিত্র নির্মাতা ও সিনেমাটোগ্রাফার শাহারিয়ার চয়ন এবং চলচ্চিত্র সম্পাদক রোকনুজ্জামান রিপন প্রশিক্ষণ প্রদান করবেন।

আগামী ২৮–৩০ জুলাই রাজশাহীর কাজলায় হেরিটেজ আর্কাইভসের সম্মেলনকক্ষে তিনদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে। তরুণরা ছাড়াও যেকোনো প্রতিষ্ঠানের যে কেউ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। তবে আসনসংখ্যা সীমিত। রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ২৫ জুলাই। রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা।

রেজিস্ট্রেশন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেজে ভিজিট করা যাবে। যোগাযোগ: ফাহিম ইসলাম (সভাপতি, রাবিচস, ফোন: ০১৩০৩০৭৫৪৪৯), নূর আহসান মৃদুল (সাংগঠনিক সম্পাদক, রাবিচস, ০১৬১২৭৫০৩৫৭)।