প্রশংসা কুড়াচ্ছে ‘না রাখা কথা’
সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত হওয়া ‘না রাখা কথা’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে ইউটিউবে মন্তব্যের ঘরে চলছে প্রশংসা! নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটকটির প্রশংসার বাইরে কেউ কেউ আবার চাইছেন এর সিক্যুয়ালও।
নাটকটির পরিচালক এস আর মজুমদার বলেন, ‘এটা একদমই সিরিয়াস গল্প, কমেডি না। রোমান্টিক। কাজটি যারাই দেখেছেন সবাই প্রশংসা করছেন। তবে সবচেয়ে বেশি যে মন্তব্যটা পেয়েছি সেটা হলো- সবাই নাটকটির দ্বিতীয় পর্ব চাইছে, অর্থাৎ সিক্যুয়াল। অনেকে মেসেজ দিয়েও এমনটা জানাচ্ছেন। এর আগে অপূর্ব-মেহজাবীনকে নিয়ে ‘সে ভালোবেসেছিল’ বানিয়েছিলাম যেটা নিয়ে সিক্যুয়ালের অনেক অনুরোধ পেয়েছিলাম। কিন্তু ‘না রাখা কথা’ নাটকটি নিয়ে দুই দিনেই তার চেয়েও কয়েকগুণ বেশি অনুরোধ পেয়েছি। যেটা সত্যি অনেক আনন্দের। দর্শকরা কাজটিকে পছন্দ করেছেন বলেই এমনটা চাইছেন।
আর নিলয় আলমগীরের প্রসঙ্গে যদি বলি, সে আগের চেয়ে এখন ভিন্নধর্মী কাজে মনযোগ দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে চেষ্টাটা আছে ভালো কিছু করার।’
আজিজুল হকের গল্পে ‘না রাখা কথা’ নাটকটিতে নিলয়-হিমি ছাড়া আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, শাহবাজ সানী, জাবেদ গাজী, পারভেজ সুমন, অনিতা আকিল প্রমুখ।