সাহসী সিনেমা তাই ‘ওএমজি ২’র জন্য টাকা নেননি অক্ষয়

Looks like you've blocked notifications!
সিনেমাটির দৃশ্য। ছবি : টুইটার থেকে নেওয়া

একটানা ফ্লপের তকমা ঘুচিয়ে দর্শকদের ভালোবাসায় ভাসছেন বলিউড তারকা অক্ষয় কুমার। গেল ১১ আগস্ট মুক্তি পেয়েছে তাঁর সিনেমা ‘ওএমজি ২’। সিনেমাটি বক্স অফিসে ব্যবসার পাশাপাশি প্রশংসা পাচ্ছে সমালোচকদের। 

সিনেমাটির এই সাফল্যের মধ্যে প্রযোজক অজিত আধার জানিয়েছেন, ‘ওএমজি ২’-এর জন্য এক রুপিও পারিশ্রমিক নেননি অক্ষয়। 

পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অজিত আধার জানিয়েছেন, ‘অক্ষয় বরাবরই এ ধরনের সাহসী ছবি নির্মাণের ক্ষেত্রে পাশে থাকেন। তাই তিনি কোনো পারিশ্রমিক নেননি এই ছবির জন্য।’

এই প্রযোজকের সঙ্গে অক্ষয় ‘ওএমজি’, ‘স্পেশাল ২৬’, ‘টয়লেট এক প্রেম কথা’ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন। অজিতের কথায়, ‘অক্ষয়ের সঙ্গে আমার বারবার চিত্রনাট্য নিয়ে কথা হয়েছে। আমরা দুজনই অর্থবহুল কিছু করতে চেয়েছি সব সময়। আর ওকে ছাড়া এই রিস্ক নেওয়া যেত না। এই সিনেমার সঙ্গে অর্থনৈতিক ও ক্রিয়েটিভ দুভাবেই যুক্ত ছিলেন তিনি।’

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসে ‘ওএমজি ২’-এর আয় ৭৯.৪৭ কোটি রুপি। অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের ২০১২ সালের ‘ওহ মাই গড’-এর সিকুয়েল এই সিনেমা। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রাই। সিনেমাটিতে অক্ষয় ছাড়াও আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম।