সালমানের প্রচারণার পরও মাত্র ২ লাখ টাকার টিকিট বিক্রি

Looks like you've blocked notifications!
বলিউড সুপারস্টার সালমান খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশে সিনেমা মুক্তি, বলিউড সুপারস্টার সালমান খান নিজে প্রচারণায় অংশ নিয়েছেন। ভক্তদের অন্তর্জালে আমন্ত্রণ জানিয়েছেন অ্যাকশন, কৌতুক, বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে ‘কিসি কা ভাই কিসি কি জান’ দেখার। তবে বাংলাদেশি ভক্তরা হতাশ করেছেন ভাইজানকে।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানাচ্ছে, বাংলাদেশে ৪৩টি স্ক্রিন থেকে মুক্তির প্রথমদিনে মাত্র দুই লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির।

শুক্রবার (২৫ আগস্ট) দেশের ৩২টি সিনেমা হলে মুক্তি পাওয়া সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার অবস্থা শোচনীয়। কারণটা অবশ্য, সালমান খানের এই ফ্লপ সিনেমা বাংলাদেশে মুক্তি পাচ্ছে ১২৬ দিন পর। 

প্রায় ২২৫ কোটি রুপিতে নির্মিত হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। ভারত থেকে এটি মোটে ১১০ কোটি ৫৩ লাখ রুপি কালেকশন করতে পেরেছিল। বিশ্বব্যাপী কালেকশনের পরিমাণ ১৮২ কোটি রুপি। অর্থাৎ বক্স অফিস থেকে বাজেটের টাকাও তুলতে পারেনি সিনেমাটি।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ সালমান খানের নায়িকা পূজা হেগড়ে। এছাড়াও আছেন ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতি বাবু, রাঘব জুয়াল, জেসি গিল, শেহনাজ গিল, পলক তিওয়ারি সতীশ কৌশিক প্রমুখ।