সাত বছর পর ফিরে আসবে বিটিএসের ভি
কোরিয়ান ব্যান্ড বিটিএসের মেম্বার কিম তেহিউং। যিনি ভি নামেও পরিচিত। তিনি তার অসাধারণ ভোকাল ও নাচের জন্য ভক্তদের কাছে বেশ প্রশংসিত। খুব শীঘ্রই এই তারকাকে ‘রানিং ম্যান’ নামক এই অনুষ্ঠানে দেখা যাবে। এটি হল দক্ষিণ কোরিয়ান বৈচিত্র্যপূর্ণ শো। অতিথিরা এই অনুষ্ঠানে নানা রকমের গেমসে অংশগ্রহণ করে থাকেন। প্রায় সাত বছর আগে বিটিএসের সদস্যদের এই অনুষ্ঠানে দেখা গিয়েছিল।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, বিটিএস সদস্য ভি ‘রানিং ম্যান’-এ আবার উপস্থিত হবেন। আসন্ন পর্বটি ইতিমধ্যে চিত্রায়িত হয়ে গিয়েছে। আগামী মাসে প্রচার করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বেশ উন্মাদনা দেখা যায়।
জানা গিয়েছে, ভি ২৮ আগস্ট ‘রানিং ম্যান’ অনুষ্ঠানের চিত্রগ্রহণ শেষ করেছেন। ধারণা করা হচ্ছে, ১০ সেপ্টেম্বর পর্বটি সম্প্রচার করা হবে। ভি’এর প্রথম একক অ্যালবাম লেওভার প্রকাশের দুই দিন পরে পর্বটি সম্প্রচার করা হবে। এই অ্যালবামে মোট ছয়টি গান থাকবে - রেইনি ডেস, ব্লু, লাভ মি এগেন, স্লো ড্যান্সিং, ফর আমাদের এবং স্লো ড্যান্সিং (পিয়ানো সংস্করণ)।
ভি প্রথমবার ২০১৬ সালে ‘রানিং ম্যান’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ সময় তার সাথে বিটিএসের বাকি সদস্যরাও উপস্থিত ছিলেন। এই বছর তাকে আবারও এই শো’তে দেখা যাবে।
সূত্র- হিন্দুস্তান টাইমস