সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে ওয়েব ফিল্ম নির্মাণ করছেন রাফি!

Looks like you've blocked notifications!
পরিচালক রাফি ও ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

‘অমীমাংসিত’ শিরোনামে নতুন একটি ওয়েব ফিল্মের শুট করছেন নির্মাতা রায়হান রাফি। যেখানে জুটি বেঁধেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

তবে এই শুটিংয়ের ব্যাপারে এখনই গণমাধ্যমে কথা বলতে চান না সংশ্লিষ্টরা। ফিল্মের পরিচালক, পাত্র-পাত্রীর একই ভাষ্য; এই যেমন পরিচালক রাফির ভাষ্য, ‘আপাতত নতুন কাজ নিয়ে কিছু বলতে চাই না। কিছু কাজ তৈরি হচ্ছে এটা সত্যি। সময় হলে বিস্তারিত জানাব।’ 

তবে এনটিভি অনলাইনকে এই প্রজেক্ট সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে, ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মের গল্প আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে। 

যদিও ফিল্মের গল্প প্রসঙ্গে পরিচালক রায়হান রাফির মন্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়া পাওয়া যাইনি। 

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সংঘটিত হয় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড, ঢাকায় নিজ বাসভবনে অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক উভয়েই ছুরিকাঘাতে নিহত এই দম্পতি। যে হত্যাকাণ্ডের রহস্য এখনো অমীমাংসিত। 

সূত্র বলছে, ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত হচ্ছে এই ফিল্ম, যা পহেলা অক্টোবর মুক্তির পরিকল্পনা আছে সংশ্লিষ্টদের।