ফের মা হচ্ছেন আনুশকা শর্মা, ছবি না ছাপার অনুরোধ কোহলির?

Looks like you've blocked notifications!
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

ফের খুশির খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি। আবার মা হতে চলেছেন অভিনেত্রী। আনুশকা শর্মা তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা, এমন দাবি একাধিক ভারতীয় গণমাধ্যমের।

‘হিন্দুস্তান টাইমস’ এক বিশেষ প্রতিবেদনে দাবি করছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেই সময়ে বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন এবং পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে ছড়িয়েছে। 

কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। 

ধারণা করা হচ্ছে, কোহলি দম্পতি আগেরবারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

আনুশকা শর্মা ও বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা। ২০২০ সালের ২৭ আগস্ট একটি ছবি পোস্ট করে আনুশকা ও বিরাট তাঁদের সন্তানের আগমনের খবরটি জানিয়েছিলেন সবাইকে। ২০২১ সালের ১১ জানুয়ারি মা হয়েছেন আনুশকা শর্মা।