এবার অভিনয় নয়, ‘প্যান ইন্ডিয়া’ সিনেমা পরিচালনা করবেন প্রসেনজিৎ

Looks like you've blocked notifications!
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি : সংগৃহীত

দীর্ঘ ক্যারিয়ারে প্রসেনজিৎ থেকে ‘বুম্বাদা’ হয়ে উঠেছেন কলকাতার সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিউডে দর্শক যখন সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, তখনই ভিন্নধর্মী সিনেমায় কাজ করে সিনেমা হলে দর্শক ফিরিয়েছেন বুম্বাদা।

এবার অভিনয় নয় সিনেমা নির্মাণের এই খবর দিয়েছেন প্রসেনজিৎ। তবে সিনেমার নাম, কারা অর্থলগ্নি করছে বা পাত্রপাত্রীর পরিচয় কিছুই না জানিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেছেন, ‘প্যান ইন্ডিয়া প্রজেক্টের এই সিনেমা নির্মাণে শিগগিরই হাত দিতে চলেছেন তিনি। দুইমাস অপেক্ষা করুন। নভেম্বর মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসছে।’

সিনেমাটি সর্বভারতীয় হলেও বাংলা ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরা হবে বলে জানান এই অভিনেতা। তাঁর ভাষ্যে সেটা এমন, ‘বাংলা ছাড়াও হিন্দিতে মুক্তি পাবে সিনেমা। ইংরেজিতেও হতে পারে। আসলে বাংলার ঐতিহ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে আগাচ্ছি। এই সংস্কৃতিক আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চাই।’

তবে প্রসেনজিৎ এর সিনেমা পরিচালনা এটা প্রথম নয়, এটি তৃতীয় নির্মাণ। এর আগে ১৯৯২ সালে ‘পুরুষোত্তম’ নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন প্রসেনজিৎ। সেখানে নায়িকা হয়েছিলেন এই অভিনেতার প্রথম স্ত্রী অভিনেত্রী দেবশ্রী রায়। আর নায়ক হয়েছিলেন প্রসেনজিৎ নিজেই। এরপরের পরিচালনা ১৯৯৮ সালে। ‘আমি সেই মেয়ে’ নামের ওই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন জয়া প্রদা। আর প্রসেনজিৎ, ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক, প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন বিভিন্ন ভূমিকায়।