কলকাতার পরিচালকের সিনেমায় হিরো আলম
এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন হিরো আলম। এবার দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলার পরিচালকের সিনেমায় দেখা যাবে তাকে।
গত সোমবার (১৬ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হয় 'মিয়া ভাই' শিরোনামে সিনেমাটির মহরত হয়ে গেল।
জানা যায়, সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন কলকাতার নির্মাতা জামাল উদ্দিন। মহরত অনুষ্ঠানে এই নির্মাতা জানান, কলকাতায় তার জনপ্রিয়তার কারণে তাকে নিয়ে সিনেমা বানাচ্ছেন তিনি।
‘মিয়া ভাই’ সিনেমায় বাংলাদেশ থেকে থাকছেন রিয়ামনি। এছাড়াও থাকবেন কলকাতার বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
হিরো আলম বলেন, ‘কলকাতায় আমার জনপ্রিয়তা আছে বলেই তারা আমাকে সিনেমায় নিচ্ছে। বাংলাদেশের অনেক নির্মাতারই হয়তো হিরো আলমের দিকে নজর পড়েনি। তাদের হয়তো মনে হয়নি যে হিরো আলমকে দিয়ে ভালো কাজ করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘বাইরে থেকে যেহেতু মনে করেছে আমাকে নিয়ে ভালো কিছু করা সম্ভব, সেটা অবশ্যই আমার জন্য গর্বের।’
উল্লেখ্য, ২০১৭ সালে হিরো আলম অভিনীত প্রথম ছবি ‘মার ছক্কা’ মুক্তি পায়। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করেন মঈন বিশ্বাস।