অপুর ‘ঘৃণা’র পর এবার বুবলীর ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের দুই প্রাক্তন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব অনেক আগে থেকেই। এ নিয়ে প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ পেয়েছে। সম্প্রতি বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। একটি বেসরকারি টিভি চ্যানেল অপুর বিষাদাগারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া গেল বুবলীর ফেসবুক পেজে। যেখানে নাম উল্লেখ না করে গালি দিয়ে বসলেন বুবলী।
অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনও অপু ও বুবলীর মধ্যে দা-কুমড়া সম্পর্ক সেটা সহজেই ফুটে উঠে টিভিতে দেওয়া অপুর সাক্ষাৎকারে।
একটি বেসরকারি টিভি চ্যানেল এক সাক্ষাতকারে বুবলী প্রসঙ্গ অপু বিশ্বাস বলেন, আসলে ওনাকে আমি ঘৃণা করি। একবাক্যে এই কথাটি বললাম। ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে।
অপু আরও বলেন, জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।
বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। বুধবার (২৫ অক্টোবর) বিকালে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়ে শবনম বুবলী লিখেছেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়?’
২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। এর কয়েক বছর পর ২০২২ সালে প্রকাশ্যে আসে শাকিব খান-শবনম বুবলীর বিয়ের খবর। অপুর মতো তিনিও সন্তান নিয়ে হাজির হন। শাকিব-বুবলীর সন্তানের নাম শেহজাদ খান বীর।