ফের বিয়ে করেছেন নোবেল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/20/nobel_marrage.jpg)
সম্প্রতি বিয়ে করেছেন আলোচিত গায়ক মঈনুল আহসান নোবেল। নিজেই ফেসবুক হ্যান্ডেলে বিয়ের কথা জানিয়েছেন তিনি। প্রকাশ করেছেন নিজের স্ত্রীর নামও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে জানান, তার স্ত্রীর নাম ফারজানা আরশি। এর আগে রোববার নোবেল ফেসবুক হ্যান্ডেলে প্রেমের কথা জানিয়েছিলেন।
সেখানে নোবেল আরও লিখেছিলেন প্রেম করে সব হারিয়েছি। তবে সোমবার দুপুরে ফেসবুকে তিনি লেখেন, ফারজানা আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সামাজিক মাধ্যমে স্ত্রী ফারজানার সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠছবি প্রকাশ করেছেন নোবেল। আরশিকে চুম্বনের একটি ছবিও রয়েছে সেখানে। বিয়ের খবরে ভক্তরা নোবেলকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে কেউ কেউ কটাক্ষও করছেন।
এদিকে জানা গেছে, আরশি খুলনার নাদিম নামের একজন ফুড ব্লগারের স্ত্রী। নোবেলের সঙ্গে আরশির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তাদের এই সম্পর্ক মেনে নিতে পারছেন না অনেকে। তারা সবাই নাদিমের পক্ষে সামাজিক মাধ্যমে লিখছেন।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে অর্থ-আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। ৯ নভেম্বর সেই খবরের একটি ভিডিও শেয়ার করে নাদিম ফেসবুকে লিখেছিলেন, ‘এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে।’
হয়ত এই ক্যাপশনের মাধ্যমে নিজের স্ত্রী আরশির সঙ্গে নোবেলের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন নাদিম। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কি না—সেটা প্রকাশ্যে আসেনি।
এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি-বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনা আসেন গায়ক নোবেল।