ডিবিতে তানজিন তিশার অভিযোগ, অভিনয়শিল্পী সংঘের প্রতিক্রিয়া

Looks like you've blocked notifications!
ছবি : অভিনয়শিল্পী সংঘের লোগো

অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের জেরে আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। ১৬ নভেম্বর এমন খবর মিডিয়াতে ছড়িয়ে পড়লে টিভি চ্যানেলের একজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেন তিনি। নিজের ভুল স্বীকার করে পরদিন ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট দেন তিশা। ঘণ্টা দুয়েক পর সেই পোস্টটি মুছেও ফেলেনি এই অভিনেত্রী। এবার সেই সাংবাদিকের নামে ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তিশা।

তানজিন তিশা ডিবিতে অভিযোগ দেওয়ার পর গতকাল সোমবার রাত ৯টার দিকে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। 

সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান এক বিবৃতিতে অভিনয়শিল্পীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা সবাই মিলে একটি সুন্দর ইন্ডাস্ট্রি তৈরিতে নিরলসভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি। শুধু নিজের পেশা নয়, সেই সাথে আমাদের ইন্ডাস্ট্রির অন্যান্য শাখা যেমন নাট্যকার, পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ টেলিভিশন, ওটিটি প্লাটফর্ম এবং বিশেষ করে সংবাদমাধ্যম ও তার বিনোদন সাংবাদিকরাও আমাদের পেশার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

বিবৃতিতে বলা হয়েছে,‘মাঝে মাঝেই বিভিন্নজনের সাথে আমাদের মতবিরোধ, ভুল-বোঝাবুঝি এমনকি কখনো কখনো অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমাদের সকলকেই একটু সহনশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে আমরা অভিনয়শিল্পীরা, আমাদের গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে কথা বলার ক্ষেত্রে ভীষণ সচেতন থাকা দরকার। যাতে আমাদের ইন্ডাস্ট্রির কেউ আমাদের কথায় কষ্ট না পান। অসম্মানিত না হন। অভিনয়শিল্পীদের লাখ লাখ ভক্ত ও অনুসারীরাও যেন তার প্রিয় শিল্পীর কোনো আচরণে আহত না হন এবং অশ্রদ্ধা না করেন।’ 

‘একসাথে চলতি পথে সমস্যা হবেই এবং তার সমাধানও হবে। সবাইকে এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। প্রয়োজনে আপনি আপনার অগ্রজ ও শ্রদ্ধার অভিনয়শিল্পীর সাথে আলোচনা করুন। অভিনয়শিল্পী সংঘের সাথে আপনার সমস্যা নিয়ে কথা বলুন। আমরা সব সময়ই আপনার যে কোনো সংকটে আপনার পাশে আছি, ছিলাম এবং থাকব।’

বিবৃতিতে আরও বলা হয়েছে,‘কিন্তু অসংযত হয়ে আমরা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু বলব না যাতে আমাদের সহযাত্রী আমাদের ভুল বুঝবেন। অভিনয়শিল্পীর সাইবার নিরাপত্তার জন্য ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে আমাদের নিবিড় যোগাযোগ আছে। অভিনয়শিল্পীর আইনগত সহায়তা ও পরামর্শের জন্য আমাদের লিগাল উইং আছে। শারিরীক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও পরামর্শের জন্য আমাদের বিভিন্ন আয়োজন আছে। আপনার যে কোনো প্রয়োজনে আমরা সব সময় আছি। তাই উক্ত বিষয়ে সকল অভিনয়শিল্পীদের সচেতন হবার জন্য বিনীত অনুরোধ করছি। পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সুন্দর কর্ম পরিবেশ গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।’