প্রধানমন্ত্রী আমাকে সন্তানের মতো স্নেহ করেন : ফেরদৌস
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। গতকাল রোববার বিকেলে নৌকার চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন এই চিত্রনায়ক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেরদৌস বলেন,‘ভীষণ ভালো লাগছে। আসলে এই ভালো লাগা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মহান আল্লাহ তায়ালার কাছে প্রথমেই কৃতজ্ঞতা, তারপরেই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। কারণ, তিনি আমাকে ভরসা করে ঢাকা-১০ আসনে লড়াই করার দায়িত্ব দিয়েছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি বাবা-মা ও পরিবারকে। একইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কলিগ, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের— যারা অনেক বছর ধরে আমাকে সমর্থন করে আসছে। আমার বিশ্বাস এবারও তারা আমাকে সমর্থন করবে। সবার সহযোগিতায় আমরা একত্রিত হয়ে দেশের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত বজায় রেখে সেই পথে হাঁটব। আর এই জায়গা থেকে আমার নতুন পথ চলা শুরু হবে।’
ফেরদৌস বলেন, ‘আমি স্বপ্নেও ভাবিনি মনোনয়ন পাবো। আমি কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তখন তাঁকে আমার মনের ইচ্ছার কথা জানিয়ে বলি, আমি তাঁর সঙ্গে কাজ করতে ইচ্ছুক। প্রধানমন্ত্রী আমার মায়ের মতন। তিনি শিল্পী ও শিল্পবান্ধব একজন মানুষ। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীও আমাকে আশ্বস্ত করেন যে, আমাকে দেখবেন। এরপর আমি মনোনয়নপত্র কিনি। কিন্তু আমাকে এতো বড় আসন থেকে মনোনয়ন দেবে, এটা আমার স্বপ্নাতীত ব্যাপার ছিল।’
নির্বাচনে জয়ী হওয়ার আশা ব্যক্ত করে ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে ভরসা করেছেন, তার মূল্যায়ন করতে চাই। এজন্য সবার সহযোগিতা চাই। সাংবাদিক ভাই বন্ধু থেকে শুরু করে আমার আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন, যারা এতো বছর ধরে আমার সিনেমা দেখেছেন, তাঁদের সবার সহযোগিতা চাই। সবার সহযোগিতা পেলে আমি নির্বাচনে জয়ী হয়ে মানবকল্যাণের জন্য সর্বাত্মক চেষ্টা করব।’
এর আগে ঢাকা–১০ ও ১৮ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন ফেরদৌস। তবে সবকিছু বিবেচনায় ঢাকা-১০ আসনে ফেরদৌসকে নৌকার টিকেট দেয় আওয়ামী লীগ।